সোমবার, জুলাই ১৪, ২০২৫
সোমবার, জুলাই ১৪, ২০২৫
27.1 C
Dhaka
Homeজেলার খবরনারী শিক্ষায় ক্যারল অ্যান ইগেন ফান্ড ওগণস্বাস্থ্য কেন্দ্রের ভূমিকা

নারী শিক্ষায় ক্যারল অ্যান ইগেন ফান্ড ওগণস্বাস্থ্য কেন্দ্রের ভূমিকা

প্রকাশ: জুলাই ১৩, ২০২৫ ৫:২৫

সাভার গণ বিশ্ববিদ্যালয়ে “নারী শিক্ষায় ক্যারল অ্যান ইগেন ফান্ড ও গণস্বাস্থ্য কেন্দ্রের ভূমিকা-প্রেক্ষিত বাংলাদেশ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১৩ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার একাডেমিক ভবন মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী আর্কাইভ এর পরিচালক অধ্যাপক মনসুর মুসা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরোও বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি সন্ধ্যা রায়, ডা. মনজুর কাদির আহমেদ, গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলাম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক নীলুফার সুলতানা, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান এবং ক্যারল অ্যান ইগেন ফান্ড এর প্রকল্প পরিচালক অঞ্জন কুমার মিত্র।

সেমিনারে ক্যারল অ্যান ইগেন বৃত্তি ফান্ড হতে গণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেশনের ৮টি বিভাগের মোট ১৪০জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। কানাডিয়ান নাগরিক ক্যারল অ্যান এগেন ১৯৭২ সালে ঢাকায় আহত মুক্তিযোদ্ধাদের শারীরিক পুনর্বাসনের জন্য কানাডিয়ান ইউনিভার্সিটি সার্ভিস ওভারসিজ এর স্বেচ্ছাসেবক হিসেবে বাংলাদেশে আসেন। পরবর্তীতে তিনি বাংলাদেশের স্থানীয় পর্যায়ে নারী নেতৃত্বের উন্নয়নের সঙ্গে জড়িয়ে পড়েন। মৃত্যুর পর তাঁর সঞ্চিত অর্থের কিছু অংশ নারী শিক্ষার উন্নয়নে দান করে যান। সেই অর্থ থেকেই গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের বছরে ১৮০জন হিসেবে মোট ৫বছরে ৯০০জনকে বৃত্তি প্রদান করা হবে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর