২৮ আগস্ট সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাজু সোলতার বাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশের এস.আই আব্দুল রাজ্জাক ও মাহবুব আলম ঘটনাস্থলে পৌঁছান। এ সময় ঝগড়া থামানোর একপর্যায়ে উপস্থিত শাকিল নামের এক যুবকের কোমরে সন্দেহজনক বস্তু দেখা গেলে তল্লাশির চেষ্টা করেন পুলিশ।
তখন শাকিল দৌড়ে পালিয়ে যায়। তাকে চৌমুহনী বাজার এলাকায় ধাওয়া করে আটক করার চেষ্টা করা হলেও তার সহযোগীদের সাথে ধস্তাধস্তির সুযোগে সে পালিয়ে যায়। তবে এসময় শাকিলের কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
খবর পেয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ ঘটনাস্থলে পৌঁছান।পরে পুলিশ শাকিলের বাড়িতে অভিযান চালালেও সবাই পালিয়ে যায়।
এ বিষয়ে ওসি নুর আহমদ বলেন, বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। শাকিল শাহ আলমের ছেলে। এ ঘটনায় নিয়মিত অস্ত্র মামলা প্রক্রিয়াধীন রয়েছে। যারা জড়িত, তাদের গ্রেফতারে অভিযান চলছে।
ছবিঃ উদ্ধারকৃত অস্ত্র