শনিবার, নভেম্বর ১, ২০২৫
শনিবার, নভেম্বর ১, ২০২৫
25 C
Dhaka
Homeজেলার খবরফটিকছড়িতে এবার ১২৭টি মন্ডপে হবে শারদীয় দুর্গাপূজা

ফটিকছড়িতে এবার ১২৭টি মন্ডপে হবে শারদীয় দুর্গাপূজা

প্রকাশ: সেপ্টেম্বর ২২, ২০২৫ ৯:১৬

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা পালনের ব্যাপক প্রস্তুতি চলছে।এবার উপজেলার দুই থানায় মোট ১২৭টি পূজা মণ্ডপে পালিত হবে শারদীয় উৎসব দুর্গাপুজা।

চারিদিকে এখন প্রতিমা নির্মাণ, মণ্ডপ সাজসজ্জা ও নিরাপত্তা প্রস্তুতিসহ নানা কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন শিল্পী, কারিগর ও আয়োজকেরা।

এ বিষয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কান্তি চৌধুরী জানান, এ বছর উপজেলার ফটিকছড়ি থানায় ৭৪টি ও ভূজপুর থানায় ৫৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আমরা “প্রশাসন, পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। সবাই পূর্ণ সহযোগিতা ও নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।”

পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ধনঞ্জয় দেব নাথ বলেন, “এবারের পূজাকে ঘিরে আমরা আরও সুসংগঠিত। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি
স্বেচ্ছাসেবকরাও মাঠে থাকবে।”

ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক, বিশিষ্ট রাজনীতিবিদ কর্নেল (অব.) আজিমুল্লাহ বাহার চৌধুরী বলেছেন, “সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা। এ উৎসবটি সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার জন্য আমরা একটি নিয়ন্ত্রণ সেল এবং পাঁচটি স্বেচ্ছাসেবক দল গঠন করেছি। আমাদের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবক দলের সদস্যরা সার্বক্ষণিকভাবে মাঠে থেকে সহযোগিতা করবে।”

উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজিম উদ্দীন ইমু বলেন, “প্রতি বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে বলে আমরা আশাবাদী। আমাদের দলের নেতা-কর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে এবারো সর্বাত্মক সহযোগিতা করবে।”

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ এবং ভূজপুর থানার ওসি মাহবুবুল হক জানান, দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রতিমা শিল্পীরাও ব্যস্ত সময় পার করছেন। তারা জানান, নতুন নকশায় প্রতিমা তৈরি ও সময়মতো কাজ শেষ করতে দিনরাত এক করে কাজ করছেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, প্রতিটি পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আনসার-ভিডিপির সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি স্বেচ্ছাসেবক ও স্থানীয়দের সহযোগিতায় মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

ধর্মীয় সম্প্রীতির আবহে পূজায় হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীরাও সহযোগিতা করছেন।এ ছাড়া এবারের পূজা আয়োজন ও প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বাবু ধনঞ্জয় দেবনাথ, এড. মিহির দে, সঞ্জয় ধর, মানস চক্রবর্তী, ডা. পরিতোষ ভট্টাচার্য, রূপক দে, ডা. প্রকাশ কান্তি দে, লিটন মহাজন, অজিত দে (সুজন), উজ্জ্বল নাথ, আকাশ চৌধুরী (নান্টু), উজ্জ্বল শীল, বিপ্লব খাস্তগীর, প্রভাষ দে, বাবলা দে সহ সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর