শনিবার (৩১ অক্টোবর)উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দিবসটির মূল অনুষ্ঠান। এ সময় উপজেলা চত্বর থেকে একটি র্যালিও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহজাদপুর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম। এরপর গীতা পাঠ করেন শ্রী মনমথ নাথ হালদার, নঙ্গপতি, পারকোলা বাজার মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি।
স্বাগত বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা সমবায় কর্মকর্তা জনাব মোঃ রবিউল রানা। সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন জনাব মোঃ নওশের আলী, সাধারণ সম্পাদক, বাঘাবাড়ীঘাট বণিক সমবায় সমিতি লি., জনাব এ কে এম শামিম হোসেন, সভাপতি, বাঘাবাড়ীঘাট ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক বহুমুখী সমবায় সমিতি লি., এবং জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, সভাপতি, শাহজাদপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান।
এসময় তিনি বলেন, সমবায়ের মূল উদ্দেশ্য হলো সকলের মিলেমিশে একসাথে অগ্রসর হওয়া। মানসিক ও আর্থিক উন্নয়নের জন্য পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই সমবায় গঠিত হয়। আপনারা যে কোনো প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নিতে পারেন। সমবায়ের মাধ্যমে সকলের সামাজিক, অর্থনৈতিক ও এলাকার সামগ্রিক উন্নয়ন সম্ভব।
অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা জনাব মোঃ রবিউল রানা তার বক্তব্যে বলেন, সমবায় হলো সম্মিলিত অগ্রগতির ভিত্তি। সকলে মিলে কাজ করলে উন্নয়ন আরও গতিশীল হবে।
আরো উপস্থিত ছিলেন মোঃ আল-আমিন হোসেন, সাধারণ সম্পাদক, শাহজাদপুর প্রেসক্লাব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আব্দুল খালেক, রেশমবাড়ী।
সমবায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।


