বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
21 C
Dhaka
Homeজেলার খবরকৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে শাহজাদপুরে এক ঘণ্টার কলম বিরতি পালন

কৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে শাহজাদপুরে এক ঘণ্টার কলম বিরতি পালন

আপডেট: নভেম্বর ১২, ২০২৫ ৯:৪৩
প্রকাশ: নভেম্বর ১২, ২০২৫ ৯:০৭

বিসিএস কৃষি ক্যাডারের সদস্য কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, উপজেলা কৃষি কর্মকর্তা, নকলা, শেরপুর-এর ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে এক ঘণ্টার কলম বিরতি পালন করেছে ফিরোজগঞ্জের শাহজাদপুর উপজেলা কৃষি অফিস।

গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নাহিদ ইসলাম, উপসহকারী কৃষি অফিসারবৃন্দসহ অত্র দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, সুষ্ঠু বিচারের স্বার্থে অপরাধীদের অবশ্যই দ্রুত আইনের আওতায় এনে গ্রেফতার করতে হবে।

এ সময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর