গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নাহিদ ইসলাম, উপসহকারী কৃষি অফিসারবৃন্দসহ অত্র দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, সুষ্ঠু বিচারের স্বার্থে অপরাধীদের অবশ্যই দ্রুত আইনের আওতায় এনে গ্রেফতার করতে হবে।
এ সময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।


