বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫
14 C
Dhaka
Homeজেলার খবরধলেশ্বরী নদীতে ডুবল ফেরি ৫ যানবাহন, নিখোঁজ ৩

ধলেশ্বরী নদীতে ডুবল ফেরি ৫ যানবাহন, নিখোঁজ ৩

আপডেট: ডিসেম্বর ২১, ২০২৫ ৬:৩৯
প্রকাশ: ডিসেম্বর ২১, ২০২৫ ৬:৩৭

নারায়ণগঞ্জে ফতুল্লার বক্তাবলী এলাকার ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে পড়ে ডুবে গেছে ট্রাকসহ পাঁচটি যানবাহন। এতে তিন জন ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) রাতে ধলেশ্বরী নদীর মাঝামাঝি এ ঘটনা ঘটে বলে জানান বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. রকিবুজ্জামান।

তিনি বলেন, “বক্তাবলীর পূর্বপাশের ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরিটি ছাড়ে। মাঝনদীতে হঠাৎ করে ট্রাকটি চালু হয়ে যায়। এ সময় ট্রাকটি ছাড়াও এর সামনে থাকা একটা মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়িও পানিতে পড়ে যায়। এ ঘটনার পর ট্রাকের চালক সাঁতরে তীরে উঠতে পারলেও ভ্যানের চালক নিখোঁজ রয়েছে।”

মো. রকিবুজ্জামান আরও বলেন, “আমরা ধারণা করছি, ফেরিতে ওঠার পরও ট্রাকটি গিয়ারে ছিল। যার কারণে হঠাৎ সেটি চালু হয়ে গেলে স্টিয়ারিংয়ে বসে থাকা চালক তা নিয়ন্ত্রণ করতে পারেননি। পাঁচটি যানবাহনের সবগুলোই পানিতে তলিয়ে গেছে। নিখোঁজ তিন ব্যক্তি ও যানবাহন উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।”

নারায়ণগঞ্জ ফেরি দুর্ঘটনা

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর