শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
22 C
Dhaka
Homeজেলার খবরটোল প্লাজায় ট্রাকের চাপা, নিহত ১১,আহত অন্তত ২৫ জন

টোল প্লাজায় ট্রাকের চাপা, নিহত ১১,আহত অন্তত ২৫ জন

প্রকাশ: এপ্রিল ১৭, ২০২৪ ৫:০৩

ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় সিমেন্টবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে চলে যায়।

এ সময় ট্রাকটির নিচে চাপা পড়া প্রাইভেট কার থেকে শিশুসহ ৭ আরোহীর লাশ উদ্ধার করা হয়।

এ ছাড়া ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন ইজিবাইকের ৪ যাত্রী। এই ১১ জনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন ঝালকাঠির পুলিশ সুপার (এসপি) মো. আফরুজুল হক।

আজ বুধবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন বিভিন্ন গাড়িতে থাকা অন্তত ২৫ জন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, টোল প্লাজায় টাকা দেওয়ার অপেক্ষায় ছিল ইজিবাইক, প্রাইভেট কারসহ বেশ কয়েকটি গাড়ি। এ সময় সিমেন্টবাহী ট্রাকটি সামনে থাকা সব গাড়িকে ধাক্কা দিয়ে প্রতিবন্ধক ভেঙে রাস্তার পাশে চলে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর