বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
27 C
Dhaka
Homeজেলার খবর২৯টি হরিণের মরদেহ উদ্ধার করল বন বিভাগ

২৯টি হরিণের মরদেহ উদ্ধার করল বন বিভাগ

প্রকাশ: মে ২৮, ২০২৪ ৭:০৫

প্রবল ঘূর্ণিঝড় রিমালের ক্ষত স্পষ্ট হতে শুরু করেছে সুন্দরবনে। ঝড়-জলোচ্ছ্বাসে বুক পেতে জনপদকে রক্ষা করা বনের বিভিন্ন স্থানে উপড়ে গেছে গাছপালা। জলোচ্ছ্বাসে টানা প্রায় ৩০ ঘণ্টা ধরে পানিতে নিমজ্জিত ছিল সুন্দরবন। এতে বন্য প্রাণী ও বনজীবীদের জন্য করা মিঠাপানির পুকুরে ঢুকে পড়েছে লোনাপানি। মিলছে হরিণের মরদেহ।

আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে ২৬টি হরিণের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। এ ছাড়া বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদে ভেসে আসা তিনটি হরিণের মরদেহ উদ্ধার করা হয়েছে।

অসুস্থ অবস্থায় ১৭টি হরিণকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে আবার বনে অবমুক্ত করা হয়েছে। এখনো উদ্ধার ও অনুসন্ধান তৎপরতা চলছে। খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো বিষয়টি নিশ্চিত করেছেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোহাম্মদ নূরুল করিম বলেন, ‘এখনো আমরা সব জায়গায় যেতে পারছি না। সাগর ও নদী উত্তাল। প্রায় ২৫ থেকে ৩০ ঘণ্টা জলোচ্ছ্বাস ছিল। ফলে অনেক বন্য প্রাণী মারা যাওয়ার খবর শুনতে পাচ্ছি। আরও বিস্তারিত খোঁজখবর নেওয়ার পর আমরা জানাতে পারব।’

নূরুল কবির আরও বলেন, কটকার পুকুরটি সাগরে বিলীন হয়ে গেছে। বন বিভাগের বিভিন্ন কার্যালয়ের জানালার গ্লাস, সোলার প্যানেল, পানির ট্যাংক ঝড়ে উড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে জেটি, পুকুরসহ অন্যান্য স্থাপনা।

সুন্দরবনের দুবলার চর এলাকায় উপড়ে পড়া গাছপালার মধ্য থেকে আহত অবস্থায় উদ্ধার করা একটি হরিণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বন সংরক্ষক মিহির কুমার দো। পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘হরিণটি বড় ভাগ্যের জোরে বেঁচে গেলেও আরও কত হরিণ ও বন্য প্রাণী জলোচ্ছ্বাসে ভেসে গেছে, তার কোনো হিসাব কখনো পাওয়া যাবে না।’

এদিকে বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদের তীরে তাফালবাড়িয়া বেড়িবাঁধ এলাকায় ভেসে আসা তিনটি হরিণের মরদেহ দেখতে পান এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা রাকিব হোসেন জানান, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে অস্বাভাবিক জোয়ার ও জলোচ্ছ্বাসে সুন্দরবনের তিনটি মৃত হরিণ বলেশ্বর নদে ভেসে তাফালবাড়িয়া বেড়িবাঁধ এলাকায় এসেছে। পরে জ্ঞানপাড়া বন বিভাগের সদস্যরা হরিণ তিনটি উদ্ধার করে মাটিচাপা দেয়।

পাথরঘাটা টাইগার টিমের বাঘবন্ধু ইমাম হোসেন বলেন, ঘূর্ণিঝড় রিমালে সুন্দরবনে অস্বাভাবিক জোয়ার ও জলোচ্ছ্বাস টানা ৩০ ঘণ্টারও বেশি সময় স্থায়ী থাকায় হরিণসহ বন্য প্রাণী ভেসে যায়। তাঁদের ধারণা, অস্বাভাবিক জোয়ারে হরিণ তিনটি মারা গিয়ে এখানে ভেসে এসেছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর