সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
23 C
Dhaka
Homeজেলার খবরঝালকাঠিতে জন্মাষ্টমী উপলক্ষে বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

ঝালকাঠিতে জন্মাষ্টমী উপলক্ষে বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

প্রকাশ: আগস্ট ২৬, ২০২৪ ৫:২৫

ঝালকাঠিতে পূজার্চনা, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনাসহ নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী।

সোমবার ১১ টায় হিন্দু কল্যাণ ট্রাস্ট ও জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের আয়োজনে শহরের মদন মোহন আখড়াবাড়ি মন্দির থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে মদন মোহন আখড়াবাড়ি মন্দির প্রাঙ্গনে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও ঝালকাঠি পৌরসভার প্রশাসক মোঃ কাওছার হোসেন।জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আধ্যাপক ডা. অসীম কুমার সাহার সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহিতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এ্যাডভোকেট তপন রায় চৌধূরী, বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অলোক সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, পৌর বিএনপির সহ-সভাপতি বিষ্ণু চন্দ্র ধর, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সহকারি পরিচালক দীপংকর চন্দ্র মন্ডল বক্তব্য রাখেন।

বক্তারা সাম্প্রতিক সময়ের বন্যাদুর্গতদের পাশে সকল সনাতন ধর্মাবলম্বীদের এগিয়ে আসার আহ্বান জানান।ভগবান শ্রীকৃষ্ণের মানব অবতার রূপে জন্মতিথিকে কেন্দ্র করে জেলার বিভিন্ন মন্দিরে এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিটি বাড়িতে ধর্মীয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর