ঝালকাঠির নলছিটিতে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহি রিয়াদ তালুকদার (২৫) নিহত হয়েছে।বুধবার দুপুরে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের উপজেলার ভৈরবপাশার বরইতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের মোঃ ইসাহাক তালুকদারের ছেলে। ঝালকাঠি সদর থানার এসআই আরিফিন ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক চাপায় মোটরসাইকেলে থাকা এক জন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে। মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে নেয়া হচ্ছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।