সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
21 C
Dhaka
Homeজেলার খবরবিদ্যুতের খুঁটিবোঝাই ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

বিদ্যুতের খুঁটিবোঝাই ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

প্রকাশ: সেপ্টেম্বর ৩, ২০২৪ ১১:১৪

ঝালকাঠিতে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খুঁটিবোঝাই এক ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় সুমন দেবনাথ (৩৫) এক যুবক নিহত হয়েছেন।এসময় তার সঙ্গে থাকা একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার ষাইটপাকিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

সুমন ঝালকাঠি শহরের ভিআইপি রোডের জিতেন্দ্রনাথ দেবনাথের ছেলে। তিনি টিভিএস শোরুমের ম্যানেজার পদে কর্মরত ছিলেন।

স্থানীয় লোকজন জানান, রাতে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ষাইটপাকিয়া এলাকায় বিদ্যুৎতের খুঁটিবোঝাই এক ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। রাত সাড়ে ১১টার দিকে ঝালকাঠি থেকে বরিশালগামী এক মোটরসাইকেল দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর