ঝালকাঠি জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আফরুজুল হক টুটুল, (পিপিএম-সেবা),অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার সাঈদ, প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),ও জনাব মোঃ মাসুদ রানা, সিনিয়র সহকারী পুলিশ সুপার, রাজাপুর সার্কেল ঝালকাঠি মহোদয়ের বদলীজনিত বিদায় উপলক্ষে ঝালকাঠি জেলার সকল ইন্সপেক্টর মিলে এক সংবর্ধনা আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোহাম্মদ আফরুজুল হক টুটুল, ঝালকাঠি । অনুষ্ঠানে সভাপতি মহোদয় তার বক্তব্যে বিদায়ী অতিথিদের সাথে দায়িত্ব পালনের অভিজ্ঞতা স্মৃতিচারণ করে।
তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরবর্তীতে বিদায়ী পুলিশ সুপার সহ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো সহ ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।
এ-সময় উপস্থিত ছিলেন জনাব শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ঝালকাঠি মহোদয়, জনাব মহিতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ঝালকাঠি মহোদয়সহ ঝালকাঠি জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।