সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
23 C
Dhaka
Homeজেলার খবরফের সীমান্তে গুলি,ম-রদেহ নিয়ে গেল বিএসএফ

ফের সীমান্তে গুলি,ম-রদেহ নিয়ে গেল বিএসএফ

আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৪ ১১:০১
প্রকাশ: সেপ্টেম্বর ৯, ২০২৪ ১০:৫১

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ধানতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শ্রী জয়ন্ত নামে (১৫) এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে বালিয়াডাঙ্গী উপজেলা ধনতলা সীমান্তের ৩৯৩নং পিলার-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে স্বজনরা জানান, গুলি করে জয়ন্ত’র মরদেহ বিএসএফ নিয়ে গেছে।

নিহত জয়ন্ত লাহীড়ি ধানতলা ইউনিয়নের বটতলী গ্রামের মহাদেবের ছেলে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর