ঝালকাঠির নলছিটি উপজেলার দেলদুয়ার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবক ও স্থানীয়রা।
১১ সেপ্টেম্বর) বুধবার বিদ্যালয়ের মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য দেন, দেলদুয়ার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষানুরাগী সদস্য আব্দুল কুদ্দুস খান, সাবেক সদস্য বারেক হাওলাদার, স্থানীয় মো. বশিরুজ্জামান ও সোহেল হাওলাদার।
বক্তারা বলেন, ২০১২ খ্রিষ্টাব্দে আবুল কালাম আজাদ দেলদুয়ার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে যোগদান করেন। এর পর থেকে তিনি নিয়োগ বাণিজ্য, বিদ্যালয়ের মাঠ ভরাট করা জন্য ১৩ টন গম আত্মসাৎ, টয়লেট নির্মাণের অর্থ আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতি করে আসছেন।স্থানীয়রা তাই দ্রুত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের অপসারণ দাবি করেছে।