ঝালকাঠির নবাগত পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় সভাপতিত্বে জেলা পুলিশ লাইন্স-এ বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম ।
অনুষ্ঠানের শুরুতে সভাপতি ডিআইজি ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানান। প্রধান অতিথি সকল পদমর্যাদার অফিসার-ফোর্সের সাথে মতবিনিময় করেন । এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, স্বাধীনতার প্রথম প্রহরে রাজারবাগ পুলিশ লাইন্সে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ প্রতিহতের জন্য মুক্তিযুদ্ধের প্রথম বুলেট ছুঁড়ে বাংলাদেশ পুলিশ এক গৌরবময় ইতিহাসের সূচনা করে। করোনাকালের জাতীয় মহামারী সংকট মোকাবিলায় জীবন বাজী রেখে বাংলাদেশ পুলিশ অসামান্য অবদান রেখেছে, যা সর্বমহলে প্রশংসিত হয়। বৈষম্যবিরোধী গণ-আন্দোলনের ফসল এই নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দেশ পরিচালনায় গণমানুষের নিরাপত্তা রক্ষায় পুলিশকে পুনরায় পূর্বের দেশপ্রেম ও উজ্জীবিত শক্তিকে কাজে লাগিয়ে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।
এ-সময় উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম, পুলিশ সুপার, রেঞ্জ ডি.আই.জি বরিশাল; শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ঝালকাঠি; মো: মহিতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ঝালকাঠি; সকল থানার অফিসার ইনচার্জগণ ও ঝালকাঠি জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।