বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
27 C
Dhaka
Homeজেলার খবরঝালকাঠি সদর হাসপাতাল ও নার্সিং কলেজসমূহের পতাকা মিছিল

ঝালকাঠি সদর হাসপাতাল ও নার্সিং কলেজসমূহের পতাকা মিছিল

প্রকাশ: সেপ্টেম্বর ১৭, ২০২৪ ৭:৫৭

ঝালকাঠি সদর উপজেলার সদর হাসপাতাল, কীর্ত্তিপাশা নার্সিং কলেজ এবং পাশা নার্সিং কলেজ প্রাঙ্গণে বর্ণিত প্রতিষ্ঠানসমূহের নার্সিং কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের আয়োজনে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ এবং উক্ত পদগুলোতে নার্সদের পদায়নের ০১ দফা দাবিতে পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।

উক্ত পতাকা মিছিল কর্মসূচিসমূহে নেতৃত্ব প্রদান করেন সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার হেলেনা বেগম, কীর্ত্তিপাশা নার্সিং কলেজের অধ্যক্ষ গিতা রানী সমাদ্দার এবং পাশা নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী গোলাম রাব্বি।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তির তীব্র নিন্দা জানান এবং নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের দ্রুত অপসারণের দাবি করেন।

তারা আরও ঘোষণা দেন যে, মহাপরিচালকসহ সংশ্লিষ্ট নন-নার্স কর্মকর্তাদের অপসারণ করে উক্ত পদগুলোতে নার্সদের পদায়ন না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর