গত কিছুদিন আগে তার এই সকল অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে অন্যায়ের চিত্র প্রতিবেদকের তদন্ত চলাকালীন
এ বেপারে শফি হাজীর সাথে কথা বলতে তার ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগ করলে তিনি স্থানীয় সাংবাদিক এস এম আর শহিদ আমার ভাতিজা আপনারা শহিদের সঙ্গে বলেন, বলে জানায়।
অন্যায়ের চিত্র প্রতিবেদক এস এম আর সাংবাদিক শহিদকে তার মুঠো ফোনে ফোন দিলে তিনি রাগন্তিত হয়ে বলেন, আপনি কি আমার কথা রেকর্ডিং করছেন, এ বিষয়ে আমি এখন আপনার সঙ্গে কোন কথা বলব না বলেই ফোন রেখে দেয়।
স্থানীয় একাধিক ভূক্তভুগির সাথে কথা বলে জানায় যে,কুখ্যাত ভূমিদস্য সাইফুল আলম ও লেদমিস্ত্রি শফির অত্যাচারে অতিষ্ঠ আমরা,আমাদের নির্যাতন নিপীড়নের সুষ্ঠু বিচারের দাবিতে অচিরেই আমরা অত্র এলাকাবাসী একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে দুদক সহ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনির বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করব।
গত ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর কুখ্যাত ভূমিদস্য সাইফুল আলম খানও পালিয়ে যায়। চলবে—–