বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
24 C
Dhaka
Homeজেলার খবরআমুর গ্রেপ্তারে ঝালকাঠিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

আমুর গ্রেপ্তারে ঝালকাঠিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

প্রকাশ: নভেম্বর ৬, ২০২৪ ৮:২১

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর গ্রেপ্তারের খবরে জেলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে।

বুধবার বিকেল চারটার দিকে জেলা বিএনপির নেতাকর্মীরা শহরে একটি আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের আয়োজন করেন।জেলা আইনজীবী সমিতির সামনে থেকে মিছিলটি শুরু হয়। নেতাকর্মীরা মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমির হোসেন আমুর বাসার সামনে দিয়ে অতিক্রম করে।

মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ নেতার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শ্লোগান দেন। অনেক নেতাকর্মী আমির হোসেন আমুর সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ফাঁসির দাবি তুলেছেন।এর আগে বিকেলে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই গ্রেপ্তার কার্যকর করে, যা তাৎক্ষণিকভাবে বিভিন্ন মহলে আলোড়ন সৃষ্টি করেছে।

বিএনপির নেতারা জানান, আমির হোসেন আমুর গ্রেপ্তারের মাধ্যমে আওয়ামী লীগের নেতাদের অন্যায় কার্যক্রমের ওপর প্রশাসনের দৃষ্টি পড়েছে এবং এটির উপযুক্ত বিচার হওয়া প্রয়োজন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর