শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
22 C
Dhaka
Homeঅর্থনীতি ও বাণিজ্য৬০ হাজার ৮৭৫ টন গম নিয়ে মোংলা বন্দরে,যুক্তরাষ্ট্র থেকে আগত জাহাজ

৬০ হাজার ৮৭৫ টন গম নিয়ে মোংলা বন্দরে,যুক্তরাষ্ট্র থেকে আগত জাহাজ

প্রকাশ: নভেম্বর ১৫, ২০২৫ ৮:৫৯

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর জি টু জি ওয়ান এর অধীনে যুক্তরাষ্ট্র থেকে ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম নিয়ে এম ভি উইকোটাটি নামের জাহাজটিমোংলা বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

বাংলাদেশ এরইমধ্যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। এ চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে।

এর প্রথম চালানে গত ২৫ অক্টোবর ৫৬ হাজার ৯৫৯ টন গম এবং ৩ নভেম্বর দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ টন গম দেশে পৌঁছেছে। এটি আমদানিকৃত গমের তৃতীয় চালান।

চুক্তি মোতাবেক ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গমের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে তিনটি চালানে মোট ১ লাখ ৭৮ হাজার ৬৩৬ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।—বাসস

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর