আজ বুধবার (১০ ডিসেম্বর) আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ভ্যাট দিবস ও ভ্যাট উপলক্ষে আয়োজিত সেমিনারে
তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
সালেহউদ্দিন আহমেদ বলেন, আমাদের দেশের অর্থনীতি উন্নয়নের জন্য ভ্যাট একটি আধুনিক পদ্ধতি। এটা নিয়ে বিতর্ক নেই। জিডিপির তুলনায় ভ্যাট আদায় অত্যন্ত কম।
ভ্যাট পদ্ধতি যেন খুব সহজ হয়, যেন ভ্যাট সরকারের কোষাগারে ঠিকমতো পৌঁছায় জানিয়ে তিনি বলেন, দুঃখজনক ব্যাপার হচ্ছে, আদায় হলেও ভ্যাট সরকারের কোষাগারে অনেক সময় পৌঁছায় না। বিদেশে ভ্যাট দেওয়া ছাড়া ক্রয় করা যায় না। কিন্তু আমাদের দেশে সব স্থানে ভ্যাটের বিষয়টি পৌঁছায় নাই।
সালেহউদ্দিন বলেন, কর জিডিপি এতো কম। নিজের সম্পদ না বাড়ালে কাজ করব কিভাবে। রাজস্ব বাড়াতে হবে। কোনো কোনো দেশে কর জিডিপি অনুপাত ২৬ শতাংশ। কারণ সে দেশে সেবা পায়। আমাদের দেশে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। যেমন আমাদের দেশে যদি হাসপাতাল ও শিক্ষায় সেবা পাওয়া যায় তাহলে মানুষ স্বেচ্ছায় কর দিতে এগিয়ে আসবে।
উপদেষ্টা বলেন, এনবিআরকে বলব পরিধি বাড়ান, আধুনিকায়ন করেন। সম্পূরক ডিউটি কমান। না হলে বেশি আগানো যাবে না। কর দিলাম, সেবা পাবো না। কর দিলে কি লাভ হলো এই প্রশ্ন যেন করতে না পারে। সম্পদের সীমাবদ্ধতা আছে ও থাকবে।


