বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
19 C
Dhaka
Homeশিক্ষাবিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা

বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা

প্রকাশ: ডিসেম্বর ৪, ২০২৪ ৯:১২

বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা হতে পারবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এ তথ্য জানান।

বিসিএসে প্রতিবন্ধী আবেদনকারীদের অন্যদের মতো নির্ধারিত ফি’র বাইরে বাড়তি কোনো অর্থ দিতে হবে না বলেও জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।এর আগে বিসিএসের আবেদন ফি ছিল ৭০০ টাকা। যা কমিয়ে ২০০ টাকা করা হলো। সেই সঙ্গে সরকারি, আধাসরকারি ও ব্যাংকে চাকরির আবেদন ফি’ও সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করা হলো।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর