শনিবার, নভেম্বর ২২, ২০২৫
শনিবার, নভেম্বর ২২, ২০২৫
26 C
Dhaka
Homeশিক্ষাপ্রাথমিক শিক্ষকদের অফলাইন বদলি বন্ধের নির্দেশ

প্রাথমিক শিক্ষকদের অফলাইন বদলি বন্ধের নির্দেশ

প্রকাশ: জুলাই ২১, ২০২৫ ৯:১২

দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মরত সহকারী শিক্ষকদের অফলাইনে বদলি ও সংযুক্তি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

রবিবার (২০ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকে এ নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, ২০২৩’ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানায় আন্তঃউপজেলা বা থানা (একই জেলার অভ্যন্তরে), আন্তঃজেলা (একই বিভাগের অভ্যন্তরে) এবং আন্তঃবিভাগ অনলাইন বদলি কার্যক্রম শুরু করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

এমতাবস্থায়, সহকারী শিক্ষকদের স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানায় অনলাইন বদলি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সহকারী শিক্ষকদের যাবতীয় অফলাইন ও সংযুক্তি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর