রোববার (২১ ডিসেম্বর) রাতে উপাচার্যের সঙ্গে এক সভায় তারা এই অপারগতার বিষয়টি জানান।
বিষয়টি নিশ্চিত করেছেন রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মো. আখতার হোসেন মজুমদার। তিনি বলেন, গত ১৭ ডিসেম্বর তাদের দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে। এরপর থেকে উপাচার্যের নির্দেশনা অনুযায়ী তারা রুটিন দায়িত্ব পালন করছিলেন। আজ উপাচার্যের সঙ্গে হওয়া সভায় তারা দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন। এ বিষয়ে আগামীকাল হয়তো উপাচার্য একটি সিদ্ধান্ত জানাবেন।
অপারগতা প্রকাশ করা এই ছয় ডিন হলেন- আইন অনুষদের অধ্যাপক ড. আবু নাসের মো. ওয়াহিদ, বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. নাসিমা আখতার, ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. এ এস এম কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. এস এম একরাম উল্লাহ, প্রকৌশল অনুষদের অধ্যাপক ড. বিমল কুমার প্রামাণিক ও ভূ-বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. এ এইচ এম সেলিম রেজা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ১২টি অনুষদের মধ্যে ছয়টিতে আওয়ামী লীগপন্থি ‘হলুদ প্যানেল’-এর প্রার্থীরা ডিন হিসেবে নির্বাচিত হন। গত বুধবার (১৭ ডিসেম্বর) তাদের মেয়াদ শেষ হলেও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখার নির্দেশ দিয়েছিলেন উপাচার্য।
অন্যদিকে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এসব ডিনের পদত্যাগের দাবি জানান রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার। আজ রোববার (২১ ডিসেম্বর) তাদের পদত্যাগপত্র লিখে নিয়ে এসে স্বাক্ষর সংগ্রহেরও চেষ্টা করেন তিনি। তবে এদিন এই ছয়জন ডিনের কেউই ক্যাম্পাসে উপস্থিত ছিলেন না।
একই দাবিতে দুপুরের দিকে এই ছয় ডিনের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন রাকসু ও সিনেটের কয়েকজন প্রতিনিধিসহ কিছু শিক্ষার্থী। পরে তারা উপাচার্য ও উপ-উপাচার্যের দপ্তরসহ বিভিন্ন দপ্তরেও তালা দেন। একপর্যায়ে তাদের সঙ্গে যোগ দেন রাবি শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। বিকেলের দিকে এ বিষয়ে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানালে আন্দোলনকারীরা তালা খুলে দেন।


