মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫
মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫
28 C
Dhaka
Homeবিনোদনরজনীকান্তের ৫০ বছর পূর্তি উদযাপনে কুলি

রজনীকান্তের ৫০ বছর পূর্তি উদযাপনে কুলি

প্রকাশ: আগস্ট ১৫, ২০২৫ ৫:০৫

এই বছর অভিনেতা চলচ্চিত্র জগতে ৫০ বছর পূর্ণ করেছেন'জেলার' । ১৯৭৫ সালের আজকের দিনে তিনি ‘অপূর্ব রাগাঙ্গাল’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন। বিশেষ এই দিনে কার্তিক নামে একজন ভক্ত মধুরাইতে অবস্থিত রজনীকান্ত মন্দির ও অরুলমিগু শ্রী রজনী মন্দিরকে পাঁচ হাজার ৫০০টিরও বেশি ছবি দিয়ে সাজিয়েছেন। সূত্র: হিন্দুস্তান টাইমস

কয়েক বছর আগে উদ্বোধন হওয়া এই মন্দিরে রয়েছে ৩০০ কেজি ওজনের রজনীকান্তের একটি চমৎকার মূর্তি, যা অভিনেতার ভক্তদের গভীর আবেগের বহিঃপ্রকাশ।

অভিনেতাকে দেবতা হিসেবে মনে করে কার্তিক এবং তার পরিবার। ‘অপূর্ব রাগাঙ্গাল’ পরিচালনা করেন কে বালাচন্দ্র। পাঁচ দশকের কর্মজীবনে, অভিনেতা তাঁর অনন্য অভিনয়শৈলী, আইকনিক সংলাপের কারণে ভক্তদের মন জয় করে নিয়েছেন। তিনি ‘শিবাজি : দ্য বস’, ‘রোবট’, ‘রোবট ২.০’, ‘থালাপতি’, ‘জেলার’-এর মতো সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন।

অভিনেতা সর্বশেষ ‘ভেট্টাইয়ান’-এ অভিনয় করেছেন, পরিচালনা করেছেন টি জে গ্নানাভেল। এতে অমিতাভ বচ্চন, ফাহাদ ফাসিল এবং রানা ডাগগুবতীরাও ছিলেন।

গতকাল বৃহস্পতিবার এই অভিনেতার নতুন সিনেমা ‘কুলি’ মুক্তি পেয়েছে। লোকেশ কঙ্গরাজের পরিচালনায় সিনেমাটি প্রথম দিনই সাড়া ফেলেছে। মুক্তির পর থেকেই প্রশংসা পাচ্ছে রজনীকান্ত অভিনীত নতুন সিনেম ‘কুলি’। সিনেমায় কুলির চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণি তারকা রজনীকান্ত।

গত ৩ আগস্ট সিনেমার ট্রেলার মুক্তির পর থেকেই ব্যাপক আলোচনা হচ্ছে সিনেমাটি নিয়ে। বয়স যে একটি সংখ্যা মাত্র, তা আবারও প্রমাণ করলেন ৭৪ বছর বয়সী রজনীকান্ত।

ভিজ্যুয়াল, অ্যাকশন আর গল্প বলার ভঙ্গি মিলিয়ে নায়ক রজনীকান্ত ও পরিচালক লোকেশ কঙ্গরাজের প্রশংসায় সমালোচকেরা। স্বর্ণ পাচারের পটভূমিতে গড়ে উঠেছে এ সিনেমার গল্প, যেখানে এক ‘কুলি’র অতীত আর বর্তমানের টানাপোড়েন তুলে ধরেছেন রজনীকান্ত।

প্রায় সাড়ে ৩০০ কোটি রুপি বাজেটের সিনেমাটির শুটিং শুরু হয় গত বছরের ৫ জুলাই। শেষ হয় চলতি বছরের ১৭ মার্চ। রজনীকান্ত ছাড়াও ছবিতে রয়েছেন আমির খান, নাগার্জুনা, উপেন্দ্র, সত্যরাজ ও শ্রুতি হাসান।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর