শনিবার, নভেম্বর ১, ২০২৫
শনিবার, নভেম্বর ১, ২০২৫
27 C
Dhaka
Homeবিনোদনভণ্ডামি থেকে মুক্তি চান সংগীতশিল্পী আঁখি আলমগীর

ভণ্ডামি থেকে মুক্তি চান সংগীতশিল্পী আঁখি আলমগীর

প্রকাশ: নভেম্বর ১, ২০২৫ ১:০৬

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী আঁখি আলমগীর। একক গানের পাশাপাশি টুকটাক স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন। বিনোদন অঙ্গনের বিভিন্ন আড্ডায়ও তার উপস্থিতি দেখা যায়।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে ফেসবুকে পোস্ট দিয়ে আঁখি জানালেন—তিনি খুব বিরক্ত এবং রেগে আছেন। আঁখি আলমগীর লেখেন, আমি খুব রাগ এবং বিরক্ত। রাগ, কারণ আশেপাশের কিছু মানুষের নাটক আর অভিনয় দেখে ক্লান্ত। কী সুন্দর সবাইকে বোকা ভেবে, ওভার কনফিডেন্সে অন্ধ হয়ে, তারা কত গল্প ফাঁদে, নাটক করে, অভিনয় করে। নির্মমতা, মানুষ ঠকানোর কথা আর না বলি।

বিরক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করে আঁখি আলমগীর লেখেন, বিরক্ত নিজের উপরই। এতকিছু তো না বুঝলেও হতো। আগে তো শুনে, দেখে সব বুঝে যেতাম। বয়স আর অভিজ্ঞতার কারণে ইদানীং রাগ, হিংসা বা মিথ‍্যা, এগুলো স্মেল করতে পারি, অনুভব করতে পারি।

ভণ্ডামি থেকে মুক্তি চেয়ে আঁখি আলমগীর লেখেন, কী এক তেলেশমাতি। মুক্তি চাই ভণ্ডামি থেকে। মুক্তি চাই এই স্মেল থেকে। একটা নীরব, স্বাধীন, শান্তিপূর্ণ জীবন চাই এখন। বিশ্বাস করুন, আপনার কল্পনার চেয়েও অধিক পাওয়ার যোগ্য আমি।

আঁখি আলমগীরের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত গান ‘প্রেম ব্যাপারী’। দ্বৈত কণ্ঠের গানটিতে আঁখির সহশিল্পী পুলক অধিকারী। মাসখানেক আগে নতুন এই গান প্রকাশিত হয়েছে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর