শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
27 C
Dhaka
Homeবিনোদনবরের বেশে বিয়ে করতে গেলেন মোটরসাইকেলের বহর নিয়ে

বরের বেশে বিয়ে করতে গেলেন মোটরসাইকেলের বহর নিয়ে

প্রকাশ: আগস্ট ২৬, ২০২৫ ৯:৪২

ব্যতিক্রমধর্মী এক আয়োজনে বিয়ে করলেন নবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছনি চৌধুরী। বরের বেশে তিনি বিয়ে করতে গেলেন নিজে মোটরসাইকেল চালিয়ে; সঙ্গে নিলেন মোটরসাইকেলের বিশাল এক বহর।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে নিজ বাড়ি থেকে বর সেজে মোটরসাইকেল নিয়ে আউশকান্দির রহমানিয়া সেন্টারে প্রবেশ করেন তিনি।মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে বর ছনি চৌধুরী নিজে বাইক চালিয়ে যাওয়ার সময় উৎসুক মানুষের নজর কাড়ে।

মৌলভাবাজার সদরের পশ্চিম বহরমপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নানের কন্যা সাদিয়া আক্তারের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়। সোমবার ছিল অনুষ্ঠান। আউশকান্দির রহমানিয়া সেন্টারে বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বর নবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমদ চৌধুরী। তিনি পৌর এলাকার চরগাঁও গ্রামের প্রয়াত সাংবাদিক কামরুল হাসান চৌধুরী আলীমের ছেলে।

বর কমিউনিটি সেন্টারে পৌঁছালে কনেপক্ষের লোকজন বরযাত্রীসহ বরকে অভ্যর্থনা জানিয়ে ভেতরে নিয়ে যান। অনুষ্ঠানে সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ সুজাত মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা জামায়াতের আমির মাওলানা আশরাফ আলী, বিএনপির সাবেক আহ্বায়ক সরফরাজ চৌধুরী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, চৌধুরী ফয়সল শোয়েব, বিএনপি নেতা শিহাব আহমদ চৌধুরী, নবীগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সদস্য এসআর চৌধুরী সেলিম, সভাপতি এটিএম সালাম, সাবেক সভাপতি এমএ আহমদ আজাদ, মো. সরওয়ার শিকদার, সময় পত্রিকার সম্পাদক মো. আলাউদ্দিন, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, যুগ্ম সম্পাদক তৌহিদ চৌধুরী, কোষাধ্যক্ষ শাহ সুলতান আহমদ, নির্বাহী সদস্য অলিউর রহমান অলি, সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, সুবিনয় রায় বাপ্পী, সলিল বরণ দাশ, হাবিবুর রহমান শামীম, আব্দুল মুহিত, শওকত আলী, গৌছুজ্জামান চৌধুরী, তালেব আলী, আকিকুর রহমান সেলিম, মুহিবুর রহমান, আমীর হামজা, অঞ্জন রায়, নিজামুল হক, সাগর মিয়া, ইকবাল আহমেদ তালুকদার, জুয়েল আহমদ, শাওন আহমেদ, আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনেকে নিয়ে বাড়ি ফিরেন বর ছনি চৌধুরী। এ ব্যাপারে ছনি চৌধুরী তাদের জন্য দোয়া চেয়েছেন।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর