শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
28 C
Dhaka
Homeবিনোদনবাংলাদেশি সিনেমা আহ্বান করা হল ৯৮তম অস্কারের জন্য

বাংলাদেশি সিনেমা আহ্বান করা হল ৯৮তম অস্কারের জন্য

প্রকাশ: সেপ্টেম্বর ১০, ২০২৫ ৬:৩৯

৯৮তম অস্কার আসরে বাংলাদেশের পক্ষ থেকে সিনেমা জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। নির্বাচিত সিনেমাটি প্রতিযোগিতা করবে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে মুক্তি পাওয়া এবং বাংলাদেশের প্রেক্ষাগৃহে অন্তত সাত দিন বাণিজ্যিকভাবে প্রদর্শিত সিনেমাগুলো এই বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। অবশ্যই বাংলা ভাষায় নির্মিত এবং ইংরেজি সাবটাইটেলযুক্ত পূর্ণদৈর্ঘ্য সিনেমা হতে হবে।

শর্ত অনুযায়ী, চলচ্চিত্রের উল্লেখযোগ্য অংশ বাংলাদেশি পরিচালকের নিয়ন্ত্রণে নির্মিত হতে হবে এবং এটি একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)-এর সব প্রযুক্তিগত ও যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে।

জমা দেওয়ার জন্য প্রযোজক বা স্বত্বাধিকারীদের আবেদনপত্র, মুক্তির তারিখ ও প্রদর্শনীর প্রমাণ, দুটি ডিভিডি/ব্লু-রে স্ক্রিনার বা নিরাপদ ডিজিটাল লিঙ্ক, প্রেস কিট, গল্পসংক্ষেপ ও মূল ক্রেডিট জমা দিতে হবে। শেষ সময় ১৬ সেপ্টেম্বর বিকেল ৫টা। ঠিকানা: বিএফএফএস কার্যালয়, প্ল্যানার্স টাওয়ার, ৩য় তলা, বাংলামোটর, ঢাকা।

অ্যাকাডেমির আয়োজনে ৯৮তম অস্কারের মূল অনুষ্ঠান হবে ২০২৬ সালের ১৬ মার্চ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ২৪টি বিভাগে দেওয়া হবে পুরস্কার।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর