ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী শাবানার স্বামী ও প্রযোজক ওয়াহিদ সাদিক হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকরা তার হৃদযন্ত্রে দুটি ব্লক শনাক্ত করেছেন। পরে জরুরি ভিত্তিতে দুটি স্টেন্ট পরানো হয়। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে যুক্তরাষ্ট্রের নিজ বাড়িতে বিশ্রামে আছেন।
নিজের অসুস্থতার কথা জানিয়ে গণমাধ্যমকে ওয়াহিদ বলেন, তিন সপ্তাহ আগে আমার হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে গেলে দুটি ব্লক ধরা পড়ে। এরপর দুটি স্টেন্ট পরানো হয়। চিকিৎসক আমাকে মাসখানেকের বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। আমি এখন পুরোপুরি চিকিৎসকের নির্দেশনা মেনে চলছি।
এদিকে, সম্প্রতি গুঞ্জন উঠেছিল অভিনেত্রী শাবানা দেশে ফিরেছেন। তবে বিষয়টি গুঞ্জব বলে জানিয়েছেন অভিনেত্রীর স্বামী। ওয়াহিদের কথায়, ‘এই সময় (অসুস্থ অবস্থায়) দেশে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। মাস দুয়েক আগে আমার দেশে যাওয়ার কথা ছিল। কিন্তু এখানে কিছু জরুরি কাজ পড়ে যায়, ফলে যাওয়া হয়নি। এরপর অসুস্থ হয়ে পড়ি। তাই আপাতত দেশা ফেরা হচ্ছে না।
বছর পাঁচেক আগে স্বামীসহ ঢাকায় এসেছিলেন শাবানা। সেবার যুক্তরাষ্ট্রে ফিরলে আর দেশে ফেরননি।
প্রসঙ্গত, ক্যারিয়ার তুঙ্গে থাকা অবস্থায় অভিনয় থেকে হঠাৎ আড়ালে চলে যান অভিনেত্রী। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র আজিজুর রহমান পরিচালিত ‘ঘরে ঘরে যুদ্ধ’। ছবিটি মুক্তি পায় ১৯৯৭ সালে। এরপর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে তার পরিবারের কাছে চলে যান এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন।