সোমবার, অক্টোবর ১৩, ২০২৫
সোমবার, অক্টোবর ১৩, ২০২৫
27 C
Dhaka
Homeবিনোদনআরবাজ এবার হলেন কন্যা সন্তানের বাবা 

আরবাজ এবার হলেন কন্যা সন্তানের বাবা 

প্রকাশ: অক্টোবর ৫, ২০২৫ ৯:২৯

মালাইকা আরোরার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর গত বছর জীবনের নতুন অধ্যায় শুরু করেন অভিনেতা আরবাজ খান। সুরা খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এবার এই দাম্পত্যের ঘরে এলো নতুন অতিথি। কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন আরবাজ-সুরা। ভারতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।জানা গেছে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। এদিকে ভাইজানের পরিবারে নতুন অতিথির আগমনে আনন্দের বন্যা তার ভক্ত শিবিরে। বলিউডবাসীও জানাচ্ছেন অভিনন্দন।

মাস দুয়েক আগে বোন অর্পিতা খানের বাড়িতে ঈদ পার্টিতে যোগ দিয়েছিলেন অভিনেতা ও সুরা খান। ওই পার্টিতে ঢোকার সময় পাপারাজ্জিরা তাদের একসঙ্গে ছবি তোলার অনুরোধ করলে অভিনেতা বিষয়টি এড়িয়ে যান। স্ত্রী সুরাকে পার্টির ভিতরে পাঠিয়ে দিয়ে একা ক্যামেরার সামনে আসেন। আর তখনই সন্দেহ দানা বাঁধতে থাকে।

পাপারাজ্জিদের ধারণ করা ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই গুঞ্জন ছড়িয়েছিল বাবা হতে চলেছেন বলিউড অভিনেতা। সেই গুঞ্জনই আরও জোরালো হয় যখন ক্লিনিকের বাইরে পাপারাজ্জিদের লেন্সবন্দি হন আরবাজ ও সুরা জুটি। সেই ভিডিওতে বেশ স্পষ্ট বোঝা যাচ্ছিল সুরার বেবি বাম্প।

২০০২ সালে প্রথমবার পিতৃত্বের স্বাদ পেয়েছিলেন আরবাজ খান। মালাইকা অরোরা-আরবাজ জুটির একমাত্র ছেলে আরহান খান। ছেলের বয়স যখন ২১ বছর তখন তারকা জুটির বিচ্ছেদ হয়।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর