মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬
মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬
20 C
Dhaka
Homeবিনোদনঅপু বিশ্বাস মুখ খুললেন শাকিবের বাবা হওয়ার গুঞ্জনে 

অপু বিশ্বাস মুখ খুললেন শাকিবের বাবা হওয়ার গুঞ্জনে 

প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২৬ ১০:৪২

চিত্রনায়িকা শবনম বুবলী আবারও মা হতে চলেছেন এমন গুঞ্জন ঘিরে গত কয়েকদিন ধরেই সরগরম নেটদুনিয়া। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই আলোচনা স্বাভাবিকভাবেই নিয়ে এসেছে মেগাস্টার শাকিব খানের নাম। ভক্তদের কৌতূহল, জল্পনা আর নানা মন্তব্যে বিষয়টি এখন বিনোদন অঙ্গনের আলোচনার কেন্দ্রে।এবার সেই গুঞ্জন পৌঁছাল শাকিব খানের প্রাক্তন স্ত্রী, চিত্রনায়িকা অপু বিশ্বাসের কানে। তবে কথাটি শুনে যেন বেশ অবাকই হলেন তিনি।প্রতিক্রিয়ায় অপু বিশ্বাস বলেন, “আচ্ছা, তাই নাকি। আমি তো জানিই না। আপনারাই তো সব জায়গায় যান, আপনারাই আমাকে একটু বলেন না?

এরপর অপু জানান, নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকেন তিনি। তাই সোশ্যাল মিডিয়াতে কি চলছে, কোন গুঞ্জন রতেছে এসব তার দেখার সময় নেই একেবারেই। নিজের কাজ নিয়েই তার সব ব্যস্ততা। অপু বলেন, আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন। কাজের চাপের কারণে এখন অনলাইন দুনিয়া থেকে একটু দূরেই থাকি। সেখানে কী চলছে, সত্যি বলতে আমার তেমন খোঁজই নেই।

অপু বিশ্বাস নতুন দুই সিনেমায এবং একটি ওয়েব ফিন্মে যুক্ত হয়েছেন। প্রথমটি কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’,এতে তার নায়ক আবদুন নূর সজল। দ্বিতীয়টি হচ্ছে ‘সিক্রেট। এছাড়া ওয়েব ফিল্ম ‘শিকার’-এ অভিনয় করতে যাচ্ছেন ঢালিউড কুইন। ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান।

অন্যদিকে, এর আগে গুঞ্জন প্রসঙ্গে শবনম বুবলী নিজেও বিরক্তি প্রকাশ করেছেন। আজেবাজে ভিডিও বানিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে তিনি সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতা চেয়েছেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, ২০০৮ সালে গোপনে বিয়ে করেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘ আট বছর পর ২০১৬ সালে তাদের সংসারে আসে একমাত্র সন্তান আব্রাম খান জয়। ২০১৭ সালে হঠাৎ করেই বিয়ের বিষয়টি প্রকাশ্যে এলে ব্যাপক আলোচনার জন্ম দেয় তা। পরের বছরই, ২০১৮ সালে এই তারকা দম্পতির বিচ্ছেদ ঘটে। আর সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়েই প্রেমের সূচনা হয় শাকিব-বুবলীর। এরপর বিয়ে আর তাদের সন্তান শেহজাদ খান বীরের জন্ম। অপুর মতো বুবলীও বিয়ে গোপন রেখেছিলেন। এরপর হঠাৎ করেই তাদের বিয়ে এবং সন্তানের বিষয়টি সামনে আসে বলে আলোচনা হয়।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর