বুধবার, নভেম্বর ২৬, ২০২৫
বুধবার, নভেম্বর ২৬, ২০২৫
23 C
Dhaka
Homeস্বাস্থ্যমাইলস্টোনের শিক্ষার্থী মেহজাবিন বাড়ি ফিরল দীর্ঘ ৫ মাস পরে 

মাইলস্টোনের শিক্ষার্থী মেহজাবিন বাড়ি ফিরল দীর্ঘ ৫ মাস পরে 

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৫ ৯:০৪

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনায় প্রায় পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর অবশেষে বাড়ি ফিরল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী দগ্ধ শেখ সাইয়েবা মেহজাবিন (১১)।

বুধবার (২৬ নভেম্বর) সকালের দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দীর্ঘদিন চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

তিনি বলেন, প্রায় ৫ মাস সে আমাদের এখানে চিকিৎসাধীন ছিল। এদের মধ্যে সাইয়েবার শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছিল।

জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে মোট শিক্ষক শিক্ষার্থীসহ ৩৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে আমাদের ইনস্টিটিউটে একজন চিকিৎসাধীন রয়েছে। আমরা আশা করছি সেও দ্রুত ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরতে পারবে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর