মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
22 C
Dhaka
Homeবিনোদননব্বই দশকের সেই মডেল রিয়া অবশেষে দেখা দিলেন

নব্বই দশকের সেই মডেল রিয়া অবশেষে দেখা দিলেন

প্রকাশ: জানুয়ারি ৯, ২০২৬ ৫:৩৪

দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর সম্প্রতি দেশে ফিরেছেন নব্বই দশকের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ফারজানা রিয়া চৌধুরী।

জনপ্রিয় বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে আলোচনায় উঠে আসেন তিনি। ‘কী মিষ্টি মিষ্টি অপলক দৃষ্টি…’―এইজিঙ্গেলের সেই বিজ্ঞাপনচিত্রে পল্লবের সঙ্গে তার উপস্থিতি ধীরে ধীরে জায়গা করে নেয় দর্শকহৃদয়ে। এরপর যুক্ত হন অভিনয়ে।

ক্যারিয়ার যখন ধীরে ধীরে সফলতার শিখরে উঠতে থাকে, ঠিক তখন হঠাৎ করেই শোবিজের ঝলমলে রঙিন দুনিয়া থেকে স্বামীর সঙ্গে পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে। বর্তমানে সেখানে স্বামী-সন্তান নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন। আর সম্প্রতি অল্প কয়েকদিনের জন্য বাংলাদেশে ফিরেছেন এই তারকা। এরইমধ্যে আবার রাজধানীতে এক আড্ডায় হাজির হয়েছিলেন মডেল রিয়া।

নব্বই দশকের এই জনপ্রিয় মডেলের রাজধানীতে আড্ডা দেয়ার সেসব ছবি এখন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে বেশ কৌতূহলও দেখা দিয়েছে নেটিজেনমহলে।

জানা গেছে, গত ২৫ ডিসেম্বর বাংলাদেশে এসেছেন মডেল রিয়া। দেশ ফেরার আগে যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরব গিয়ে পবিত্র ওমরাহ পালন করেছেন। আর দেশে ফিরে গত ৫ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর সোবাহানবাগের একটি রেস্টুরেন্টে আড্ডায় মেতে উঠেছিলেন। সেখানে তার সঙ্গে ছিলেন মডেল সাদিয়া ইসলাম মৌ, নৃত্যশিল্পী তান্না খান, রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান ও ফ্যাশন হাউস বিশ্বরঙ স্বত্বাধিকারী বিপ্লব সাহা। দীর্ঘদিন পর রিয়ার বাংলাদেশে আসাকে কেন্দ্র করেই এ আড্ডার আয়োজন করা হয়েছিল।Advertisementএদিকে মডেল রিয়ার দেশে ফিরে আড্ডায় অংশ নেয়ার ব্যাপারে বিপ্লব সাহা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামী ৯ জানুয়ারি পরিবারের সদস্যদের নিয়ে ফের যুক্তরাষ্ট্রে চলে যাবেন রিয়া। শোবিজের কোনো কিছুর সঙ্গেই এখন সম্পর্ক নেই রিয়ার। পরিবার নিয়ে থাকতেই পছন্দ করেন। তিনি বলেন, আমরা যারা রিয়ার কাছের মানুষ, তারা ওর চাওয়াকে সম্মান জানাই। সে দেশে আসার পর কথা প্রসঙ্গে কয়েকজনকে নিয়ে আড্ডার কথা হয়। সেভাবেই আমাদের একত্র হওয়া।

প্রসঙ্গত, নব্বই দশকের জনপ্রিয় মডেল রিয়া ২০০৮ সালে বৈমানিক মিনহাজকে বিয়ে করেন। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টিকেনি। পরে ২০১৩ সালের মার্চে যুক্তরাষ্ট্রপ্রবাসী সফটওয়ার ইঞ্জিনিয়ার ইভান চৌধুরীর সঙ্গে বিয়ে হয়। আর দ্বিতীয় বিয়ের পর অভিনয় ও মডেলিং থেকে গুটিয়ে নেন নিজেকে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর