শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
25 C
Dhaka
Homeচাকরি৮ এপ্রিল থেকে ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষা শুরু

৮ এপ্রিল থেকে ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষা শুরু

আপডেট: এপ্রিল ৪, ২০২৪ ৩:৪৯
প্রকাশ: এপ্রিল ৪, ২০২৪ ৩:৪৬

৪৪তম বিসিএস ও জুনিয়র ইন্সট্রাক্টরদের শেষ ধাপের মৌখিক পরীক্ষা একই সঙ্গে নেবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৮ এপ্রিল থেকে ৪৪তম বিসিএস এবং ২ এপ্রিল থেকে জুনিয়র ইন্সট্রাক্টদের মৌখিক পরীক্ষা শুরু করা হতে পারে।বৃহস্পতিবার (৪ এপ্রিল) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পিএসসি’র একটি সূত্র জানিয়েছে, কারিগরির ভাইভা শেষ করার ওপর জোর দেওয়া হয়েছে। এজন্য বিসিএসের ভাইভার সঙ্গে জুনিয়র ইন্সট্রাক্টরদের মৌখিক পরীক্ষাও শেষ করার পরিকল্পনা করা হয়েছে। ভাইভার জন্য গঠিত বোর্ড দুইভাগে ভাগ হয়ে মৌখিক পরীক্ষা নেবেন।

ওই সূত্র জানায়, বর্তমানে পিএসসি ভাইভার জন্য ১৪টি বোর্ড গঠন করতে পারবে। এই ১৪টি বোর্ডের ৭টি বোর্ড বিসিএসের ভাইভা নেবে। আর অবশিষ্ট বোর্ড জুনিয়র ইন্সট্রাক্টরদের ভাইভা নেবে। এভাবেই পরিকল্পনা করা হয়েছে। তবে কতগুলো বোর্ড বিসিএস আর কতগুলো জুনিয়র ইন্সট্রাক্টদের ভাইভা নেবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পিএসসি চেয়ারম্যান।

এ বিষয়ে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, নন-ক্যাডারের অনেক প্রার্থীর ভাইভা বাকি রয়েছে। আমরা দ্রুত এ ভাইভাগুলো শেষ করতে চাই। এজন্য ৪৪তম বিসিএস এবং নন-ক্যাডারের ভাইভা একইসঙ্গে নেওয়া হবে।

জানা গেছে, ১২টি বোর্ডে জুনিয়র ইন্সট্রাক্টরদের ভাইভা চলছে। তবে এই বোর্ডের সংখ্যা আরও বাড়ানো হতে পারে। পিএসসিতে সদ্য যোগ দেওয়া রাবি অধ্যাপকের সমন্বয়ে নতুন একটি বোর্ড গঠন করা হতে পারে। বিসিএস জুনিয়র ইন্সট্রাক্টদের ভাইভা একই সঙ্গে নিতে ১৪টি বোর্ড গঠন করা হতে পারে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর