রবিবার, নভেম্বর ৩০, ২০২৫
রবিবার, নভেম্বর ৩০, ২০২৫
22 C
Dhaka

আপিলকারীরা শতভাগ ন্যায়বিচার পাবেন: ইসি সচিব

0

রিটার্নিং কর্মকর্তার দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) যারা আপিল করেছেন, তারা শতভাগ ন্যায় বিচার পাবেন বলেন জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

শুক্রবার (৮ ডিসেম্বর) আপিল কার্যক্রমের চতুর্থ দিনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ছোটখাটো ভুল-ত্রুটি সমাধান করে প্রার্থিতা ফেরত পাওয়ার আবেদন করলে কমিশন বিবেচনা করবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা কমিশন বিবেচনা করবে, অ্যাডভান্স তো বলতে পারি না। কমিশন অবশ্যই ন্যায়বিচার করে তাদের আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে কিছু আপিল হয়েছে। সেগুলোর বিরুদ্ধে যদি প্রমাণ পান, বাতিল করবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই। আইনে আছে, দেখুন এবার আরপিও সংশোধন হয়েছে। আগে ছিল রিটার্নিং অফিসারের রিজেকশনের বিরুদ্ধে আপিল। আরপিওতে আছে, শুধু রিটার্নিং অফিসারের রিজেকশন না, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। অ্যাকসেপ্টেন্সের বিরুদ্ধেও আপিল হবে, রিজেকশনের বিরুদ্ধে আপীল হবে। যেহেতু আইনে আছে, কমিশন যথাযথ সিদ্ধান্ত নেবে।

যারা মনোনয়ন জমা দিতে পারেননি তাদের বিষয়ে কী সিদ্ধান্ত হবে, এমন প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব বলেন, সময়মতো হাজির হয়ে যদি তারা মনোনয়ন জমা দিতে না পারেন, তারা তো হাইকোর্টে গিয়েছিলেন, হাইকোর্ট যদি নিদেশনা দেন তাহলে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র গ্রহণ করবেন। হাইকোর্ট থেকে যদি তারা প্রতিকার না পান, সেক্ষেত্রে আমাদের কিছু করণীয় নেই।

৮ রানের লিড নিয়ে থামল নিউজিল্যান্ড

0

ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে একাই টাইগার বোলারদের শাসিয়েছেন গ্লেন ফিলিপস। ৭২ বলে তার ৮৭ রানের মারকুটে ইনিংসে ভর করে ১৮০ রানে থেমেছে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস।

বৃষ্টিতে দ্বিতীয় দিন ভেসে যাওয়ার পর মিরপুরে শুক্রবার (৮ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

৫৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া কিউইরা গ্লেন ফিলিপসের ঝোড়ো ব্যাটিং শেষে তৃতীয় দিনে ৮ রানের লিড নিয়ে অল-আউট হয়েছে। প্রথম ইনিংসে ৩৭ দশমিক ১ ওভারে ১৮০ রানে থেমেছে ব্ল্যাক-ক্যাপসরা।

এদিন ব্যাট হাতে নেমে আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। তবে এই জুটিকে বেশি দূর এগিয়ে যেতে দেননি অফস্পিনার নাঈম হাসান। ৬০ বলে তাদের ৪৯ রানের এই জুটি ভাঙেন তিনি।

ইনিংসের ২১তম ওভারে নাঈমের ডেলিভারি লং-অন দিয়ে উড়িয়ে মারার চেষ্টা করেন মিচেল। তবে মিড-অফ থেকে দৌড়ে এসে দুর্দান্ত এক ক্যাচ লুফে নিয়ে ১৮ রানেই তার প্রথম ইনিংস অধ্যায়ের ইতি টানেন মেহেদী হাসান মিরাজ।

এরপর ব্যাক টু ব্যাক বল করতে এসে মিচেল স্যান্টনারকে ফেরান নাঈম। প্রথম স্লিপে থাকা নাজমুল হোসেন হাতে ক্যাচ দিয়ে ৭ বলে ১ রানে ফেরেন এই কিউই ব্যাটার।

একপ্রান্তে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে অন্যপ্রান্ত আগলে রেখে দ্রুত দলের রান বাড়িয়েছেন ফিলিপস। কাইল জেমিসনকে নিয়ে দলের রানের চাকা সচল রাখেন এই ব্যাটার।

স্কোরবোর্ডে দ্রুত ৫৫ রান যোগ করেন ফিলিপস। জেমিসন আউট হওয়ার পর টিম সাউদির সঙ্গেও ২৮ রানের জুটি গড়েন তিনি। এতে টাইগারদের ১৭২ রান টপকে সহজেই লিড পায় সফরকারীরা।

তবে লিড দুই অঙ্ক ছোঁয়ার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন ফিলিপস। ৭২ বলে ৮৭ রানে শরীফুল ইসলামের বলে উইকেটরক্ষক সোহানের গ্লাভসবন্দী হন তিনি। এতে ৮ রানে এগিয়ে থেকে ১৮০ রানেই অলআউট হয় কিউইরা।

এর আগে প্রথম দিন, টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে খেলতে নেমে বাংলাদেশের ঘূর্ণিতে ৫ উইকেট ৫৫ রান নিয়ে প্রথম দিন শেষ করে নিউজিল্যান্ড। বাংলাদেশের চেয়ে ১১৭ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করে সফরকারীরা।

পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা

0

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত সরকার। অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ভারত সরকার আগামী ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করার এই পদক্ষেপ নিয়েছে।

শুক্রবার ভারতের ডিরেক্টরেট অব ফরেন ট্রেড এক বিজ্ঞপ্তিতে পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞার কথা জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে দেশটির অর্থ ও বাণিজ্য বিষয়ক অনলাইন পোর্টাল মানি কন্ট্রোল।

ওই খবরে বলা হয়েছে, রাজধানী নয়াদিল্লিতে খুচরো পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ রুপিতে, যা বাংলাদেশি টাকায় ৮২ থেকে ১০৫ টাকা।

রপ্তানি নিরুৎসাহিত করতে গত ২৮ অক্টোবরে এক দফা পদক্ষেপ নেয় ভারত সরকার। প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ৮০০ ডলার নির্ধারণ করে দেয়া হয়। তারও আগে আগস্ট মাসে রপ্তানিতে আরোপ করা হয় অতিরিক্ত ৪০ শতাংশ শুল্ক।

নিষেধাজ্ঞা দেয়ার পরও শর্তসাপেক্ষে পেঁয়াজ রপ্তানির একটি সুযোগ রেখেছে ভারত সরকার। ডিরেক্টরেট অব ফরেন ট্রেডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনো দেশে পেঁয়াজ রপ্তানি করতে হলে কেন্দ্রীয় সরকারের বিশেষ অনুমতি নিতে হবে।

আবার আমদানি করতে ইচ্ছুক সংশ্লিষ্ট দেশও ভারত সরকারের কাছে আবেদন করে অনুমতি নিতে পারবে।

বাংলাদেশ মূলত ভারত থেকে পেঁয়াজ আমদানি করে, তাই ঢাকার বাজারে পেঁয়াজের দাম বেড়েছে।

রাষ্ট্রায়ত্ত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার মূল্যের তথ্য অনুযায়ী, অক্টোবরের শুরুতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছিল ১০০ টাকার নিচে। কিন্তু খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ১৩৫ টাকা।

৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক

0

ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল প্রায় পাঁচ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে রাজধানীর তেজগাঁও রেল স্টেশন থেকে ঢাকা রেলওয়ে স্টেশনে আসার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে লাইনচ্যুত হয় তিতাস কম্পিউটার ট্রেন। এতে বিকেল ৫টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকে।

ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক বলেন, তিতাস কম্পিউটার ট্রেন তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পর দুর্ঘটনার শিকার হয়। এতে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাত পৌনে ১০টা নাগাদ উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

প্রসেনজিৎ-ঋতুপর্ণার হাফ সেঞ্চুরি

0

ভারতীয় বাংলা ছবির অন্যতম সফল জুটি প্রসেনজিৎ চ্যাটার্জী ও ঋতুপর্ণা সেন। জুটি বেঁধে একসঙ্গে কাজ করেছেন অনেক হিট সিনেমায়। আবারও দীর্ঘ সময় পর নতুন ছবিতে দেখা যাবে তাদের। আর এই ছবিটি হতে যাচ্ছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০ তম ছবি!

জানা গেছে, ভারতীয় ছবির ক্ষেত্রে এটি একটি রেকর্ড! এই জুটির ৫০তম ছবির নাম ‘অযোগ্য’। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের হাত ধরে এই বিরল রেকর্ডটি করতে যাচ্ছেন তারা।

সম্প্রতি ‘অযোগ্য’ ছবির প্রথম আনুষ্ঠানিক ঘোষণা ও পোস্টার লঞ্চ অনুষ্ঠান হয়ে গেল। এই ছবির প্রযোজনায় রয়েছে সুরিন্দর ফিল্মস। প্রসেনজিৎ-ঋতুপর্ণার মাইলফলক স্পর্শ করা এই ছবিটি নিয়ে উচ্ছ্বসিত প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুরু করে নির্মাণ সংশ্লিষ্ট সকলে।

১৫ বছর একসঙ্গে কাজ করেননি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। শিবপ্রসাদ-নন্দিতার ‘প্রাক্তন’- ছবির মাধ্যমে ক’বছর আগেই তাদের ব্লকবাস্টার কামব্যাক হয়। এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ ছবিতেও অভিনয় করেন তারা। তার মাঝে কেটেছে প্রায় ৫ বছর। ২০২৪-এ আবার বড় পর্দায় ফিরছেন এই জুটি।

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ১৭ মার্চ

0

রাশিয়ার আইন প্রণেতারা বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে। ২০২৪ সালের ১৭ মার্চ দেশটির পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। পুতিনকে পঞ্চম মেয়াদে নির্বাচিত করার পথে আরও এক ধাপ এগিয়ে গেল দেশটি। খবর এপির।

রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ভোটের মাধ্যমে নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে। ফেডারেশন কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ১৬২ ভোটে পাস হয়েছে এ সিদ্ধান্ত। ফেডারেশন কাউন্সিলের প্রধান ভ্যালেন্টিনা মাতভিয়েঙ্কো বলেছেন, ‘এ সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা কার্যকরভাবে নির্বাচনী প্রচার শুরু করছি।’

তিনি বলেন, রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত হওয়া ইউক্রেইনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া ও খেরসন অঞ্চলের বাসিন্দারা এবারই প্রথম রাশিয়ার এই প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন। আমরা একসঙ্গে ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করার মধ্য দিয়ে আমাদের পিতৃভূমির অভিন্ন দায়িত্ব এবং ভবিতব্য ভাগ করে নিতে পারব।

৭১ বছর বয়সী পুতিন এখনও আবার নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেননি। তবে আগামী দিনগুলোতে তিনি আনুষ্ঠানিক ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করেছে রাশিয়া। সে অভিযান এখনও চলছে। তার মধ্যেই রাশিয়ায় হতে চলেছে এই প্রেসিডেন্ট নির্বাচন।

মহাখালীতে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

0

রাজধানীর মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে ঘটনায় দগ্ধ ৮ জনের মধ্যে খায়ের মিয়া (৪৪) নামে একজনের মারা গেছেন।

বৃহস্পতিবার(৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, মহাখালী থেকে দগ্ধ অবস্থায় আটজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে আইসিইউর ১৩ নম্বর বেডে চিকিৎসাধীন খায়ের মিয়া বিকেল সাড়ে ৫টায় মারা গেছেন। বাকি সাতজন এখনও চিকিৎসাধীন।

নিহতের সহকর্মী হারুন বলেন, খায়ের মিয়া রয়েল ফিলিং স্টেশনে সিনিয়র টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন। বিস্ফোরণে তিনি দগ্ধ হন। পরে তাকে আইসিইউতে নেয়া হলে বৃহস্পতিবার বিকেলে মারা যান। তার বাড়ি চাঁদপুর জেলার সদর থানার বাঘাদি গ্রামে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

এর আগে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে মহাখালী বাস টার্মিনালের বিপরীত পাশে অবস্থিত রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণ ঘটে। এতে আটজন দগ্ধ হন। এর মধ্যে আমির হোসাইনের ৩৫ শতাংশ, মো. মাসুমের ৬০ শতাংশ, মো. সালাউদ্দিনের ৬৫ শতাংশ, কামাল আবেদীনের ১৫ শতাংশ, মো. খায়ের মিয়ার (মারা যাওয়া) ১৫ শতাংশ, জীবনের ৮ শতাংশ, মো. রানার ৫ শতাংশ ও মো. মামুনের ৫ শতাংশ দগ্ধ হয়।

ঝালকাঠিতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৩

0

ঝালকাঠির নলছিটিতে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের জিরোপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বেপারি পরিবহনের বাসের সাথে বাকেরগঞ্জ থেকে আসা মাহিন্দ্রার (সিএনজি) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে দুইজন নিহত হয়। পথিমধ্যে আরো একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহত ও নিহতদের  পরিচয় এখনও পাওয়া যায়নি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। গাড়ি ও মরদেহ আমাদের হেফাজতে রয়েছে।

বরিশালে বাসের সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষ, দুই যাত্রী নিহত

0

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় মাহিন্দ্রার চালকসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে। আরো একজন মুমূর্ষ অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, বাস ও বাসের চালককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।

স্থানীয়ভাবে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী চাকলাদার পরিবহনের সাথে বানারীপাড়াগামী একটি মাহিন্দ্রার মুখোমুখি সংর্ঘর্ষ হয়। এতে মাহিন্দ্রার চালকসহ দুইজন নিহত হন। নিহতদের পরিচয় এখনো দিতে পারেনি পুলিশ।

লালমনিরহাটে ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

0

লালমনিরহাটের কালীগঞ্জে  ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে সোহাগ হোসেন (২৬) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরতর আহত হয়েছেন সিএনজিতে থাকা ৪ যাত্রী।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা কবিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ হোসেন ওই উপজেলার তুষভান্ডার গ্রামের লৎফর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে রংপুর থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে হাতীবান্ধার উদ্দেশ‌্যে কাকিনা বাজার পার হয়ে আসেন। ওই সময় কবি শেখ ফজলল করিম ফলকের এখানে আসলে সামনে থাকা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে সিএনজিতে থাকা যাত্রীরা ছিটকে পড়ে যায়। এ সময় সোহাগ হোসেনসহ যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্বরত চিকিৎসকরা সোহাগ হোসেনকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সময় মহাসড়কের যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে যানচলাচল স্বাভাবিক করেন। আহত ব্যক্তিদের খোঁজ খবর নেয়া হচ্ছে।