সোমবার, নভেম্বর ১০, ২০২৫
সোমবার, নভেম্বর ১০, ২০২৫
24 C
Dhaka
Homeজীবনযাপনভাজা বাদামে নাকি কাঁচা বাদামে পুষ্টি বেশি ?

ভাজা বাদামে নাকি কাঁচা বাদামে পুষ্টি বেশি ?

প্রকাশ: নভেম্বর ১০, ২০২৫ ৭:৪৮

কারও দিন শুরু হয় ভেজানো কাঠবাদাম, ছোলা, চিনেবাদাম দিয়ে। কারও আবার বাদাম পছন্দ স্ন্যাক্স হিসাবে। কড়াইয়ে তেল ছাড়া বাদাম হালকা ভেজে নেওয়া হয়। কেউ আবার অল্প ঘি দিয়েও রকমারি বাদাম ভেজে নেন।স্বাদের জন্য লবন, গোলমরিচও যোগ করা হয়। নিঃসন্দেহে ঘিয়ে ভাজা বা লবন দেওয়া বাদাম খেতে ভাল। কিন্তু তা কি ভেজানো বাদামের মতোই উপকারী?

ভাজা এবং স্বাস্থ্যকর ফ্যাটের উপর প্রভাব

কাঁচা এবং ভাজা বাদামের পুষ্টিগুণে অল্প কিছু তফাত হয়। বাদাম ভাজলে ক্যালোরির মাত্রা যেমন বেড়ে যায়, তেমনই এর মধ্যস্থ তরল কমে যাওয়ায় ফ্যাটের মাত্রাও বৃদ্ধি পায়। যেমন, ২৮ গ্রাম কাঁচা কাঠবাদামে ক্যালোরির পরিমাণ ১৬১ কিলোক্যালোরি, ফ্যাট ১৪ গ্রাম। কাঠবাদাম হালকা ভেজে নিলে এতে ক্যালোরির পরিমাণ দাঁড়ায় ১৬৭ কিলোক্যালারি, ফ্যাট ১৫ গ্রাম।

বাদামে পলি এবং মনো আনস্যাচুরেটেড ফ্যাট আছে, যা কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে এবং হার্ট ভাল রাখতে সাহায্য করে। বাদাম ভাজলে বিশেষত উচ্চ তাপমাত্রায় ফ্যাট অক্সিডেশনের মাধ্যমে উবে যায় এবং ক্ষতিকর ফ্রি র‌্যাডিক্যাল তৈরি হয়। তবে কম আঁচে বাদাম ভাজা হলে, পুষ্টিগুণে তেমন প্রভাব পড়ে না।

ভিটামিন এবং খনিজ

বিভিন্ন রকম বাদাম অ্যান্টি-অক্সিড্যান্ট, ভিটামিন ই, ম্যাগনেশিয়াম, ফসফরাসে ভরপুর। বাদাম ভাজলে, অ্যান্টি-অক্সিড্যান্ট পরিমাণে কমবে। বাদাম উচ্চ তাপমাত্রায় বেশি ভাজলে মেলার্ড রিয়্যাকশনের ফলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর অ্যাক্রিলামাইড তৈরি হতে পারে। অ্যাক্রিলামাইড ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়।

কাঁচা বাদামের গুণ এবং ঝুঁকি

কাঁচা বাদাম ভিজিয়ে খেতে বলেন পুষ্টিবিদেরা। বাদাম ভিজিয়ে খেলে তা যেমন হজমে সহায়ক হয়, তেমনই পুষ্টিগুণ শোষণেও সুবিধা হয়। তবে কাঁচাবাদাম সঠিক ভাবে সংরক্ষণ না করলে বা চিনেবাদাম ভাল করে পরিষ্কার না করলে, তা থেকে সংক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সালমোনেল্লা এবং ই-কোলাই-এর মতো ক্ষতিকর ব্যাক্টেরিয়ার সংক্রমণ হতে পারে। বাদাম মাটির সংস্পর্শে থাকার সময় এমনটা হতে পারে।

পুষ্টিগুণে এগিয়ে কোনটি?

কাঁচা বাদাম এবং ভাজা বাদাম, দুই-ই খাওয়া যায়। কাঁচা বাদাম ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে খাওয়া ভাল। বাদাম ভাজা করে খেতে হলে কম তাপমাত্রায় হালকা নাড়াচাড়া করে নেওয়াই যায়। তেল ব্যবহার না করলে বিশেষ ক্ষতি হয় না। কাঁচা বাদাম এবং ভাজা বাদামের স্বাদের তফাত হলেও, পুষ্টিগুণে খুব বেশি তফাত হবে না, যদি ভাজার কৌশল ঠিক থাকে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর