বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
27 C
Dhaka
Homeরাজনীতি১৪ বছর পর প্রকাশ্যে চলছে শিবিরের সদস্য সম্মেলন

১৪ বছর পর প্রকাশ্যে চলছে শিবিরের সদস্য সম্মেলন

আপডেট: ডিসেম্বর ৩১, ২০২৪ ৫:৫৫
প্রকাশ: ডিসেম্বর ৩১, ২০২৪ ৫:৫৪

দীর্ঘ ১৪ বছর পর প্রকাশ্যে সদস্য সম্মেলন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৭ হাজারেরও বেশি সদস্য নিয়ে এ সম্মেলন শুরু হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সকাল ৮টায় এ সম্মেলন শুরু হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের।

এ ছাড়া উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, নায়েবে আমির রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুলসহ কেন্দ্রীয় মজলিসে শুরা ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যরা।এ ছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত আছেন।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর