শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
27 C
Dhaka
Homeরাজনীতি২ জন গুলিবিদ্ধ,জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে

২ জন গুলিবিদ্ধ,জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে

প্রকাশ: সেপ্টেম্বর ৬, ২০২৫ ৬:৪৪

রাজধানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় রাহুল (২২) ও মনির (২৫) নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় রাত পৌনে ৯টার দিকে দুই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে রাহুলকে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে এবং মনির চিকিৎসা নিয়ে চলে গেছেন।

মো. ফারুক আরও বলেন, গুলিবিদ্ধদের হাসপাতালে নিয়ে আসা পথচারীদের কাছ থেকে জানতে পেরেছি- রাতে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করতে যায় কিছু লোক। এ সময় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক যুবকের ডান হাতে এবং অপর যুবকের বাম হাতে গুলি লাগে। পরে তাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

এর আগে, এদিন সন্ধ্যা ৭টার পরপর বিক্ষোভকারীদের একটি দল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। ভাঙচুর শেষে অগ্নিসংযোগ করা হয়।

এরপর সাড়ে ৭টার দিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে পুলিশ। এতে বিক্ষোভকারীরা পিছু হটলে পুলিশ আগুন নিভিয়ে ফেলে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর