সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
23 C
Dhaka
Homeরাজনীতিরাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা: সভাপতি আরিফ, সম্পাদক জামিল

রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা: সভাপতি আরিফ, সম্পাদক জামিল

প্রকাশ: জুন ১৬, ২০২৪ ১১:১৯

পটুয়াখালীর রাঙ্গাবালীতে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এতে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুজ্জামান আরিফকে পুনরায় সভাপতি ও মো. জামিল হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন দিয়ে এই কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার (১৪ জুন) রাতে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান আরিফের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়।

এছাড়াও ৪৯ সদস্য বিশিষ্ট এ কমিটিতে ২৬ জন সহ সভাপতি, ১০ জন যুগ্ম-সাধারণ সম্পাদক, ১১ জনকে সাংগঠনিক সম্পাদক পদে অনুমোদন দেয়া হয়েছে।

এর আগে, ২০২৩ সালের ২২ মার্চ এক বছরের জন্য গঠন করা আরিফ-রিয়াদের কমিটির মেয়াদ শেষ হওয়ার ১২ দিন আগে কোন কারণ উল্লেখ না করেই কমিটি বিলুপ্ত ঘোষণা করে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান আরিফ।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর