মঙ্গলবার (২৭ জানুয়ারী) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে দুইজন সশস্ত্র সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
লক্ষীছড়ি জোনের অধীন গুইমারা রিজিয়নের ফটিকছড়ি আর্মি ক্যাম্প থেকে দুইটি পৃথক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। শটগান, পিস্তল, এয়ারগানসহ বিভিন্ন ধরনের দেশীয় ও বিদেশি অস্ত্র উদ্ধার ও দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন মো. রফিক (৫৫) ও মো. মঈন উদ্দিন (৩৬) তারা দুজনই ফটিকছড়ি উপজেলার ধর্মপুর গ্রামের বাসিন্দা।
অভিযানে উদ্ধার করা হয়েছে শটগান ২টি, পিস্তল ১টি, এয়ারগান ১টি, ডামি পিস্তল ১টি, বিভিন্ন ধরনের গোলাবারুদ, ধারালো দা ৫টি, বিদেশি চাকু, ড্যাগার এবং প্রায় ৪ লিটার দেশীয় মদ।
সেনাবাহিনী সূত্র জানিয়েছে, আটককৃতদের আইনানুগ ব্যবস্থার জন্য ফটিকছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সেনাবাহিনী আরও জানিয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


