শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
20 C
Dhaka
Homeরাজনীতিভারতের রেললাইন হতে দেয়া হবে না: ফারুক

ভারতের রেললাইন হতে দেয়া হবে না: ফারুক

আপডেট: জুলাই ২, ২০২৪ ৯:০৮
প্রকাশ: জুলাই ২, ২০২৪ ৯:০৭

বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেললাইন হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

মঙ্গলবার (২ জুলাই) রাজধানীতে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।

ফারুক বলেন, ভারত সফরে কিছুই আনতে পারেনি আওয়ামী লীগ সরকার। কিন্তু বাংলাদেশের বুকচিরে রেললাইন চালু করতে যাচ্ছে ভারত। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেললাইন হতে দেয়া হবে না।

তিনি বলেন, ওবায়দুল কাদের বলেছেন, মমতার জন্য তিস্তা চুক্তি হচ্ছে না। ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকার কি করল দেশের মানুষ তা দেখবে না, তারা চায় পানি। সেখানে পানির ন্যায্য হিস্যা আনতে সরকার ব্যর্থ হয়েছে। গোলামির চুক্তি করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছে সরকার। ভারতের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় টিকে থাকা যাবে না। জনগণ তা হতে দেবে না।

তিনি আরও বলেন, পুলিশকে নিরপেক্ষ রেখে আওয়ামী লীগ এক দিন মাঠে নামলে দেখা যাবে কার বল। আজিজ-বেনজীরের দুর্নীতি ঢেকে জনগণের দৃষ্টি ভিন্নদিকে নিতে ছাগলকাণ্ড ঘটিয়েছে সরকার।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর