রবিবার, মার্চ ১৬, ২০২৫
রবিবার, মার্চ ১৬, ২০২৫
32 C
Dhaka
Homeখেলাচ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ড প্রাইজমানি ঘোষণা

চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ড প্রাইজমানি ঘোষণা

প্রকাশ: ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ৪:৩৪

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষণা করেছে যে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মোট পুরস্কার তহবিল হবে ৬.৯ মিলিয়ন মার্কিন ডলার, যা ২০১৭ সালের তুলনায় ৫৩% বৃদ্ধি পেয়েছে। চ্যাম্পিয়ন দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ কোটি ৬৪ লাখ টাকা। রানার্স-আপ দল পাবে ১.১২ মিলিয়ন ডলার, যা প্রায় ১২ কোটি ৩২ লাখ টাকা। সেমি-ফাইনালে পরাজিত প্রতিটি দল পাবে ৫৬০,০০০ ডলার, যা প্রায় ৬ কোটি ১৬ লাখ টাকা।

গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবে ৩৪,০০০ ডলার, যা প্রায় ৩৭ লাখ ৪০ হাজার টাকা। গ্রুপ পর্বে পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দলগুলো পাবে ৩৫০,০০০ ডলার (প্রায় ৩ কোটি ৮৫ লাখ টাকা) এবং সপ্তম ও অষ্টম স্থানের দলগুলো পাবে ১৪০,০০০ ডলার (প্রায় ১ কোটি ৫৪ লাখ টাকা)। প্রতিটি দল অংশগ্রহণের জন্য নিশ্চিতভাবে পাবে ১২৫,০০০ ডলার, যা প্রায় ১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা।

১৯৯৬ সালের পর প্রথমবারের মতো পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্টটি ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে আটটি দল দুইটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে, যেখানে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সেমি-ফাইনালে উন্নীত হবে।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘আইসিসি মেনস চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা ওডিআই প্রতিভার শীর্ষস্থানকে তুলে ধরে, যেখানে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।’

উল্লেখ্য, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং ২০২৭ সালে নারীদের জন্যও এই টুর্নামেন্টটি টি২০ ফরম্যাটে চালু হবে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর