আজ শুক্রবার (২৪ অক্টোবর) বসুন্ধরা কিংস অ্যারেনায় ফকিরেরপুলের বিপক্ষে ৪-২ গোলের জয় পেয়েছে আবাহনী।
কিংস অ্যারেনায় শুরুতেই এগিয়ে যায় আবাহনী। ম্যাচের ছয় মিনিটের মাথায় আকাশী-নীলদের লিড এনে দেন চলতি মৌসুমে মোহামেডান থেকে আবাহনীতে নাম লেখানো মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে। পেনাল্টি থেকে জাল খুঁজে নেন তিনি। পঞ্চম মিনিটে ফকিরেরপুলের গোলকিপার সাজু আহমেদ বক্সের মধ্যে দিয়াবাতেকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
আক্রমণের ধারা অব্যাহত রেখে আবাহনী দ্বিতীয় গোল আদায় করে নেয় ৩৩ মিনিটে। আবাহনীর এই গোলের কারিগর কিংস থেকে আবহনীতে নাম লেখানো মোরসালিন। মাঝমাঠ থেকে দিয়াবাতের সঙ্গে ওয়ান টু ওয়ান খেলে সামনে এগিয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড।
এর ছয় মিনিট পর আবারও পেনাল্টি পায় আবাহনী। বক্সে দিয়াবাতের জার্সি টেনে ফেলে দেন ফকিরেরপুলের মোহামেদ ফোফানা। সঙ্গে সঙ্গেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিক থেকে দলের তৃতীয় আর নিজের দ্বিতীয় গোল করেন দিয়াবাতে। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী।
বিরতি তেকে ফিরে ব্যবধান কমায় ফকিরেরপুল। মোস্তফা আব্দুলের পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ঠিক ওপর থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন শান্ত। ম্যাচের ৬৩ মিনিটে অবশ্য আবারও ব্যবধান বাড়ান মোরসালিন। নিজের জোড়া গোলে স্কোরলাইন ৪-১ করেন তিনি।
৬৯ মিনিটে আবারও ব্যবধান কমায় ফকিরেরপুল। বাম দিক দিয়ে বক্সে ঢুকে গোলমুখে পাস বাড়ান বেন ইব্রাহিম, টোকায় বাকি কাজটুকু সারেন রিয়াদ। তবে একটুকুতেই সন্তুষ্ট থাকতে হয় ফকিরেরপুলকে। এরপর আর গোল পায়নি কোনো দলই।
দিনের আরেক ম্যাচে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও ব্রাদার্স ইউনিয়ন। এ ম্যাচে অবশ্য কোনো দলই জালের দেখা পায়নি। ফলে গোল শূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে।


