রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
27 C
Dhaka
Homeখেলারোনালদোকে পেছনে ফেলে মেসি এখন  সবার উপরে

রোনালদোকে পেছনে ফেলে মেসি এখন  সবার উপরে

প্রকাশ: আগস্ট ১৭, ২০২৫ ৫:১৫

চোটের কারণে সর্বশেষ দুই ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। গ্যালারিতে বসে দলের হার দেখেছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। চোট থেকে মাঠে ফিরেই গোল করলেন, করালেন। ইন্টার মায়ামিও জয়ে ফিরল। এই গোলের সঙ্গে নতুন এক রেকর্ডেও নাম লেখালেন মেসি।

সমসাময়িক ফুটবল বিশ্বের দুই সেরা তারকা মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতিনিয়ত এই দুজনের লড়াই চলছে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার। সেই প্রতিযোগিতায় এবার রোনালদোকে ছাড়িয়ে গেলেন মেসি। ৩৮ বছর বয়সে এসেও নাম লেখালেন সর্বকনিষ্ট দ্রুততম গোলস্কোরার হিসেবে।

আজ মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে অ্যাঞ্জেলস গ্যালাক্সিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে মায়ামি। যেখানে একটি গোলে নাম লিখিয়েছেন মেসি নিজেও। এই গোলের সুবাদে ক্যারিয়ারে ৮৭৫তম গোল স্পর্শ করলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী। যা বয়স এবং ম্যাচ উভয় নিরিখেই দ্রুততম গোলের রেকর্ড।

৩৮ বছর ৫৪ দিন বয়সে ৮৭৫তম গোল করলেন মেসি। ম্যাচের হিসেবে তিনি খেলেছেন ১১১৬টি ম্যাচ। মেসির সমান ৮৭৫ গোল আছে শুধু রোনালদোর। তবে ৮৭৫ গোলের মাইলফলক স্পর্শ করতে পর্তুগিজ তারকার লেগেছিল ১২০৬টি ম্যাচ। তখন তার বয়স ছিল ৩৯ বছর ১২ দিন।

প্যারিসের ক্লাব পিএসজি ছেড়ে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ক্লাব মায়ামিতে নাম লেখান মেসি। এরপর যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে গোল করেছেন ৫৯টি। আর সতীর্থদের দিয়ে করিয়েছেন ৩০টি। যা মেজর লিগের ইতিহাসে দ্বিতীয় দ্রুত গোলের রেকর্ড।

আল নাসরের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ক্যারিয়ারে হাজার গোলের মাইলফলক স্পর্শ করার পথে এগিয়ে যাচ্ছেন। বর্তমানে তার গোল সংখ্যা ৯৩৮টি। আর্জেন্টাইন তারকাও তার পেছনে ছুটছেন। রোনালদোর চেয়ে ৬৩ গোলে পিছিয়ে আছেন মেসি।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর