সোমবার, অক্টোবর ২৭, ২০২৫
সোমবার, অক্টোবর ২৭, ২০২৫
27 C
Dhaka
Homeখেলাব্যাটিং ব্যর্থতায় পরাজয় যেন পিছু ছাড়ছেনা বাংলাদেশের

ব্যাটিং ব্যর্থতায় পরাজয় যেন পিছু ছাড়ছেনা বাংলাদেশের

প্রকাশ: আগস্ট ১৮, ২০২৫ ২:০৮

পাকিস্তান শাহিন্সের বিপক্ষে হেরে টপ অ্যান্ড টি-টোয়েন্টি লিগ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়ে ঘুরে দাঁড়ায় টাইগাররা। কিন্তু সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি সোহান বাহিনী। তৃতীয় ম্যাচে পর্থ স্কচার্সের কাছে ৫ উইকেটে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

রোববার (১৭ আগস্ট) আগে ব্যাট করতে নেমে পার্থ স্কচার্সকে ১২৪ রানের সহজ লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ১২ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় পার্থ।

মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় পার্থ। হাসান মাহমুদ ফেরান বাক্সটার হল্টকে (১)। আরেক ওপেনার জেডন গডউইন ও ওয়ান ডাউনে নামা টিয়াগি উলিয়ে ২৫ রানের জুটি গড়েন। ১৭ বলে ১৭ রান করা গুডউইনকে আউট করে এই জুটি ভাঙেন রাকিবুল।

অধিনায়ক স্যাম ফানিংকেও দ্রুতই ফেরান এই স্পিনার। আউট হওয়ার আগে ফানিং করেন ৩ রান। এতে ৪৭ রানে ৩ উইকেট হারায় পার্থ। এরপর উলিয়ে পাঁচে নামা জোয়েল কার্টিসের সঙ্গে জুটি গড়েন।

তবে উলিয়ে ২৮ বলে৩১ রান করে আউট হলেও কার্টিজ বেশ স্বাচ্ছন্দেই ব্যাট করছিলেন। শেষ পর্যন্ত স্পুরসের ২৪ রান এবং কার্টিজের ৪৪ রানে ভর করে ১২ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় পার্থ।

এর আগে, টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ৬ বলে ৫ রান করে শুরুতে সাজঘরে ফেরেন নাঈম শেখ। ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি জিশান আলমও। ১৩ বলে ৯ রান করেছেন তিনি।

তিন ব্যাট করতে নেমে সাইফ করেন ১ রান। এতে দলীয় ২৫ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। তবে দলের হাল ধরার চেষ্টা করেন আফিফ হোসেন ধ্রুব। কিন্তু তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউ।

মাহিদুল ইসলাম অঙ্কন-নুরুল হাসান সোহানরা চেষ্টা করেছেন উইকেটে থিতু হওয়ার। তবে কেউই ইনিংস বড় করতে পারেননি। শেষ পর্যন্ত রকিবুল ইসলামের ১৬ রান এবং আফিফের অপরাজিত ৪২ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান করেছে বাংলাদেশ।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর