ওয়েস্ট হ্যামের ম্যাচের শুরুটা ছিল দারুণ। মাত্র ষষ্ঠ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকেতার দুর্দান্ত দূরপাল্লার শটে এগিয়ে যায় তারা।কিন্তু নয় মিনিটের মধ্যেই সমতায় ফেরে চেলসি। মার্ক কুকুরেলার কর্নার থেকে হেডে গোল করেন ব্রাজিলিয়ান জোয়াও পেদ্রো। যেটি তার চেলসি ক্যারিয়ারের প্রথম প্রিমিয়ার লিগ গোল।
২৩ মিনিটে পাকেতার কাছ থেকে বল কেড়ে নেন চেলসির ডিফেন্ডার ট্রেভোহ চালোবাহ। তার ক্রস করা ভলিতে গোল করে দলকে এগিয়ে নেন পর্তুগিজ ফরোয়ার্ড পেদ্রো নেতো। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ব্যবধান বাড়ায় চেলসি। মাত্র ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান প্রতিভা এস্তেভাওয়ের দারুণ দৌড় ও পাস থেকে খালি জালে বল পাঠান আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে অতিথিরা। ৫৪ মিনিটে কর্নার ক্লিয়ার করতে ব্যর্থ হয় ওয়েস্ট হ্যাম রক্ষণভাগ। সেই সুযোগে দূরপাল্লার শটে গোল করেন মোইসেস কাইসেদো। এরপর আরেকটি কর্নার থেকে হেডে গোল করেন চালোবাহ। ফলে ব্যবধান দাঁড়ায় ৫-১।
শেষদিকে ক্ষুব্ধ ওয়েস্ট হ্যাম সমর্থকদের মাঠে নেমে প্রতিবাদ করতেও দেখা যায়। টানা দুই ম্যাচে হেরে গ্রাহাম পটারের দল টেবিলের তলানিতে নেমে গেছে। অন্যদিকে, টড বোয়েলির মালিকানায় প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে গেল চেলসি।