মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
27 C
Dhaka
Homeখেলাহংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল,প্রবেশ নিষেধ যেসব জিনিস নিয়ে

হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল,প্রবেশ নিষেধ যেসব জিনিস নিয়ে

প্রকাশ: অক্টোবর ৯, ২০২৫ ২:৪৮

এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। আর এই ম্যাচ দেখার জন্য মুখিয়ে আছে দেশের হাজার হাজার ফুটবলভক্ত।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়।

তবে দুই দলের নিরাপত্তা ও যেকোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে দর্শকদের জন্য স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে বিধি নিষেধ জারি করেছে বাফুফে।

এক নজরে স্টেডিয়ামে প্রবেশের নিয়মাবলি ও বিধিনিষেধ

১) কোনো ধরনের অস্ত্র বহন করা যাবে না।
২)  মাদকদ্রব্যসহ যেকোনো ধরনের বেআইনি সামগ্রী নিষিদ্ধ।
৩)  জাতিগত, রাজনৈতিক, ধর্মীয় বা উস্কানিমূলক কোনো সামগ্রী আনা যাবে না।
৪) আতশবাজিসহ আগুন লাগার ঝুঁকি বাড়ায় এমন সব কিছুই নিষিদ্ধ।
৫) সহায়তাকারী প্রাণী ছাড়া অন্য কোনো প্রাণী আনা যাবে না।
৬) আসনের নিচে রাখা যায় না এমন বড় বা ভারি বস্তু নিষিদ্ধ।
৭) লেজার পয়েন্টার, অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী এবং খেলোয়াড় বা ম্যাচ কর্মকর্তাদের মনোযোগ নষ্ট করে এমন জিনিস আনা যাবে না।
৮) প্রচারমূলক বা বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি জিনিসপত্র নিষিদ্ধ।
৯) ব্যক্তিগত ব্যবহার ছাড়া অন্য কোনো ধরনের রেকর্ডিং ডিভাইস বা ক্যামেরা আনা যাবে না।
১০) জননিরাপত্তা বিঘ্নিত করে বা ইভেন্টের সুনাম নষ্ট করে এমন যেকোনো বস্তু নিষিদ্ধ।
১১) অন্য দর্শকদের খেলা দেখতে বাধা দেয় এমন কোনো জিনিস আনা যাবে না।

এই নিয়মগুলি অমান্য করলে, তাদের দেশের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে এবং তাদের স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হতে পারে বা ভবিষ্যতে স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর