প্রথম তিন ম্যাচে কোনো জয় না পাওয়ায় হামজা-জামালরা এখন বাকি তিন ম্যাচেই জয়ের বিকল্প দেখছেন না। একটিতেও হোঁচট খেলে এশিয়ান কাপের আশা কার্যত শেষ হয়ে যাবে।
বাংলাদেশের গ্রুপে রয়েছে হংকং, ভারত ও সিঙ্গাপুর। বর্তমান পয়েন্ট টেবিলে হংকং শীর্ষে, সিঙ্গাপুর দ্বিতীয়, ভারত তৃতীয় এবং বাংলাদেশ রয়েছে তলানিতে।
বাংলাদেশকে এখন বাকি তিনটি ম্যাচে ভারত, সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে জিততে হবে। তবে শুধু জিতলেই হবে না বাকি দলগুলোর ফলাফলেও নজর রাখতে হবে। বিশেষ করে সিঙ্গাপুরের ম্যাচগুলোই নির্ধারণ করবে বাংলাদেশের ভাগ্য।
যদি সিঙ্গাপুর বাংলাদেশ ও অন্য কোনো ম্যাচে হার বা ড্র করে, আর বাংলাদেশ তিন ম্যাচেই জেতে, তাহলে দ্বিতীয় স্থান অর্জনের সুযোগ তৈরি হবে। এই সমীকরণে হংকং থাকবে শীর্ষে, আর ভারত নেমে যাবে তালিকার তলায়।
বাংলাদেশ চাইবে, হংকং যেন অন্য ম্যাচগুলোতে জেতে, তবে বাংলাদেশের বিপক্ষে হার মানে। তাতে গ্রুপে হংকং এগিয়ে থাকবে, আর বাংলাদেশ সম্ভাব্য দ্বিতীয় দল হিসেবে জায়গা করে নিতে পারে এশিয়ান কাপে।
আগামী ১৪ অক্টোবর বাংলাদেশ মুখোমুখি হবে হংকংয়ের বিপক্ষে তাদের মাঠে। এরপর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এবং শেষ ম্যাচে ২০২৬ সালের ৩১ মার্চ ঘরের মাঠে সিঙ্গাপুরের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ারা।
সবকিছু মিলিয়ে বলা যায়, বাংলাদেশের এশিয়ান কাপের স্বপ্ন এখনও টিকে আছে, তবে প্রতিটি ধাপেই প্রয়োজন শতভাগ পারফরম্যান্স একটিমাত্র ভুলই ভেঙে দিতে পারে সেই স্বপ্ন।