মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
27 C
Dhaka
Homeখেলাশনিবার মাঠে নামছে বাংলাদেশ দল

শনিবার মাঠে নামছে বাংলাদেশ দল

প্রকাশ: অক্টোবর ১০, ২০২৫ ৬:৫৩

টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ওয়ানডে ঘিরেও ছিল প্রত্যাশা। বাংলাদেশ দলের সবচেয়ে প্রিয় ফরম্যাট বলে কথা।

আগামীকাল শনিবার (১১ অক্টোবর) সিরিজে ফেরার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। আফগানদের লক্ষ্য এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করা।

মিরাজ-সাইফরা হোঁচট খেয়েছেন । আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি হেরে পিছিয়ে পড়েছে বাংলাদেশ।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

হার দিয়ে সিরিজ শুরু হলেও চিন্তার কোনো কারণ দেখছেন না বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার মতে, এখনও সুযোগ আছে উন্নতি করার।

মিরাজ বলেন, ‘আমাদের উন্নতি করার সুযোগ আছে। কারণ আমরা জানি এই ম্যাচে আমাদের কিছু ভুল হয়েছে এবং যত দ্রুত সম্ভব আগের ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে।’

ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় প্রথম ম্যাচে ৪০ রান কম হয়েছে বলে মনে করেন অধিনায়ক মিরাজ। তবে পরের ম্যাচেই দল ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করেন টাইগার অধিনায়ক, ‘আমি আত্মবিশ্বাসী। পরের ম্যাচে দল ঘুরে দাঁড়াবে এবং ভাল করবে। আমরা এই উইকেটে ৪০ রান কম করেছি।’

ওয়ানডেতে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ২০ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে বাংলাদেশ। ৯ ম্যাচ জিতেছে আফগানিস্তান।

বাংলাদেশ স্কোয়াড

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর