রোববার (১২ অক্টোবর) দেশের এক গণমাধ্যমকে মিঠু এ তথ্য নিশ্চিত করেন। তবে বিসিবির সদ্য নির্বাচিত সহ-সভাপতি ফারুক আহমেদ আগে বলেছেন, এটা মনে হয় এবারও ছাড়ে নাই, যা পরে ক্রিকেটাঙ্গনে বিভ্রান্তি সৃষ্টি করে।
মিঠু এই বিভ্রান্তি দূর করে বলেন, বিজ্ঞাপনে কোনো আলাদা শর্ত দেওয়া হয়নি। আমরা সবার জন্য উন্মুক্ত। তবে এত অল্প সময়ের মধ্যে বিদেশি দল আসা কঠিন হতে পারে। আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই। তারা প্রক্রিয়া অনুসরণ করে দল নিতে পারবে।
বিপিএল কর্তৃপক্ষ আশা করছেন, প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ হলে ভবিষ্যতে বিদেশি ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণ নিশ্চিত হবে।