সোমবার, অক্টোবর ২৭, ২০২৫
সোমবার, অক্টোবর ২৭, ২০২৫
28 C
Dhaka
Homeখেলাজয়ের বিশ্বরেকর্ড গড়লো মরক্কো

জয়ের বিশ্বরেকর্ড গড়লো মরক্কো

প্রকাশ: অক্টোবর ১৫, ২০২৫ ৫:৪২

কাতার বিশ্বকাপে চমক দেখানো মরক্কো আবারো ইতিহাস গড়েছে। আফ্রিকান দলটি ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে স্পেনকে ছাড়িয়ে কোনো জাতীয় দলের টানা সবচেয়ে বেশি জয়ের বিশ্বরেকর্ড এককভাবে নিজের নামে লিখিয়ে নিয়েছে।মরক্কো ‘আটলাস লায়ন্স’ নিজেদের পরিচিতি ধরে রেখে কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে টানা ১৬ ম্যাচ জয়ের রেকর্ড স্থাপন করেছে। এই জয় দিয়ে মরক্কো বিশ্বকাপ বাছাইপর্বে শতভাগ জয় অর্জন করে। ‘ই’ গ্রুপে তারা আট ম্যাচের সবকটিই জিতে বিশ্বকাপে খেলার নিশ্চিত স্থান নিয়েছে।

দলের এই জয়ের ধারা ১৯ মাস ধরে চলেছে। সর্বশেষ তারা হেরে গেছে গত বছরের মার্চে, মৌরিতানিয়ার সঙ্গে গোলশূন্য ড্র ম্যাচে। এরপর থেকে বিশ্বকাপ বাছাই, আফ্রিকা কাপ অব নেশনস বাছাই এবং তিনটি প্রীতি ম্যাচ মিলিয়ে ১৬ ম্যাচে ৫০ গোল করেছে মরক্কো এবং মাত্র চারটি গোল হজম করেছে।

এর আগে, স্পেন ২০০৮ সালের জুন থেকে ২০০৯ সালের জুন পর্যন্ত ১৫ ম্যাচে জিতেছিল। সেই সময় তারা ৩৯ গোল করেছিল এবং মাত্র দুইটি গোল খেয়েছিল। মরক্কো স্পেনের এই রেকর্ড ভেঙে ইতিহাসে এক অনন্য স্থান করে নিয়েছে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর